মেয়েদের যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার বিজ্ঞানী

বাবা হয়ে তিন মেয়ের উপর তিন বছর ধরে অকথ্য যৌন অত্যাচার চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। জানা যাচ্ছে, মেয়েরা প্রত্যেকেই নাবালিকা, এই তিন কন্যাকে দত্তক নিয়েছিল তাদের এই বাবা। এই 'কীর্তিমান' বাবা হলেন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী মাকসুদ আনসারি।

Updated By: Sep 2, 2016, 10:22 PM IST
মেয়েদের যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার বিজ্ঞানী

ওয়েব ডেস্ক: বাবা হয়ে তিন মেয়ের উপর তিন বছর ধরে অকথ্য যৌন অত্যাচার চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। জানা যাচ্ছে, মেয়েরা প্রত্যেকেই নাবালিকা, এই তিন কন্যাকে দত্তক নিয়েছিল তাদের এই বাবা। এই 'কীর্তিমান' বাবা হলেন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী মাকসুদ আনসারি।

আবার পড়ুন- লাইব্রেরিতে পর্ণ দেখায় বন্ধ হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা

এখানেই শেষ নয়, এই তিন মেয়ের মধ্যে বড় মেয়েকে (বয়স ১৬ বছর) আবার বিয়ের প্রস্তাবও দিয়েছিল এই বিজ্ঞানী বলে জানা যাচ্ছে। গোটা ঘটনাটা অনেক দিন ধরেই চলছিল। যৌন নিগৃহীত হতে হতে অবশেষে সহ্যের বাঁধ ভাঙে মেয়েদের। একটি এনজিও সংস্থার মাধ্যমে অবশেষে নাগপুরের ধানতৌলি থানায় নালিশ জানায় বড় মেয়ে। আর তারপরই গ্রেফতার করা হয় 'কীর্তিমান' বাবাকে।

আবার পড়ুন- রাস্তায় বড় স্ক্রিনে চলছে পর্ণ, তৈরি হল 'ম্যাসিভ জ্যাম'

.