আট আসামীর মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
আট খুনের আসামীর মৃত্যুদণ্ডের উপর কিছুদিনের স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট। কিছুদিন আগে এই আট জনের মৃত্যুদণ্ডের সাজা মকুবের আর্জি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
Updated By: Apr 7, 2013, 05:03 PM IST
আট খুনের আসামীর মৃত্যুদণ্ডের উপর কিছুদিনের স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট। কিছুদিন আগে এই আট জনের মৃত্যুদণ্ডের সাজা মকুবের আর্জি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
শনিবার সন্ধেতে একটি বিচারপতি পি সাথসিভমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জরুরী হিয়ারিং-এ এই আট আসামী- সুরেশ, রামজি, গুরমিত সিং, প্রবীণ কুমার সোনিয়া এবং তার স্বামী সঞ্জীব, সুন্দর সিং, জাফর সিং-এর মৃত্যুদণ্ড চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
মানবাধিকার সংগঠন `পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস`-এর একটি পিটিশনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চটি এই সিদ্ধান্ত নিয়েছে।