রঞ্জিত সিনহার কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: কয়লা কেলেঙ্কারি তদন্ত ইস্যুতে সিবিআই অধিকর্তা রঞ্জিত সিনহাকে দশ দিনের মধ্যে নিজের জবাব দাখিল করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এনিয়ে ইতিমধ্যে নোটিস জারি করেছে সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি উনিশে সেপ্টেম্বর।

 তার মধ্যেই নিজের অবস্থান ব্যাখা করতে হবে তাঁকে। রঞ্জিত সিনহার বিরুদ্ধে অভিযোগ, কোলগেট মামলায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করেছেন তিনি। তাঁর বাড়িতেও এনিয়ে একাধিকবার গোপন বৈঠক হয়েছে বলে দাবি অভিযোগকারী স্বেচ্ছাসেবী সংস্থার। এই অভিযোগে সিবিআই অধিকর্তার পদ থেকে রঞ্জিত সিনহার অপসারণ এবং তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।  

 

English Title: 
SC notice to CBI director on plea seeking his recusal from coal scam probe
News Source: 
Home Title: 

রঞ্জিত সিনহার কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

রঞ্জিত সিনহার কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট
Yes
Is Blog?: 
No
Section: