গ্রাহকদের ATM কার্ড ব্লক করে দিচ্ছে SBI, জেনে নিন কারণটা
ওয়েব ডেস্ক: অনলাইন জালিয়াতি রুখতে এবার নতুন পদক্ষেপ নিল স্টেট ব্যাঙ্ক৷ নিরাপদহীন ও পুরনো এটিএম কার্ড ব্লক করে দিচ্ছে এসবিআই৷ আগেই এই পথে হেঁটেছে HDFC ও ICICI ব্যাঙ্ক। এবার একই পদক্ষেপ করল স্টেট ব্যাঙ্ক৷
বর্তমানে ডেবিট কার্ডে যে ম্যাগনেটিক স্ট্রিপ রয়েছে সেটিকে বদলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত ইভিএম চিপ বসানো হবে নতুন কার্ডে ৷ অথার্ৎ যাদের কাছে ম্যাগনেটিক স্ট্রিপ ডেবিট কার্ড রয়েছে তাদের কার্ডগুলি খুব শীঘ্রই ব্লক করে দেওয়া হবে৷ ব্লক এড়ানোর জন্য আগে থেকেই ব্যাঙ্কে গিয়ে পুরনো কার্ড বদলে নিন৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ম্যাগস্ট্রিপ দেওয়া যে কার্ডগুলি ব্লক করা হয়েছে সেগুলি ব্লকই থাকবে ৷ কিন্তু পুরনো কার্ড ব্যাঙ্কে নিয়ে গেলে বিনামূল্যে ইভিএম চিপ তাদের দেওয়া হবে ৷
কীভাবে বুঝবেন আপনার কার্ডটিকেও ব্লক করা হচ্ছে কিনা?
ব্লক করা হলে আপনার কাছে একটি ম্যাসেজ পাঠানো হবে ৷ এছাড়া আপনি নিজে দেখেও বুঝতে পারবেন ৷ ডেবিট কার্ডের উপরে যদি কোনও চিপ জাতীয় বস্তু না থাকে, কার্ডের পিছনে যদি একটি কালো সরু স্ট্রিপ থাকে, তাহলে আপনার কার্ডটি ম্যাগস্ট্রিপ কার্ড।
ইভিএম চিপ দেওয়া কার্ডের আবেদন ইন্টারনেট ব্যাঙ্কিং বা ব্রাঞ্চে গিয়ে জানাতে পারবেন গ্রাহকরা ৷ যাদের কাছে ম্যাসেজ গিয়েছে যে তাদের কার্ড ব্লক হয়ে গিয়েছে তাদের www.onlinesbi.com-এ গিয়ে কার্ড বদলানোর জন্য আবেদন করতে বলা হয়েছে ৷ এই সাইটে লগ ইন করে eServices অপশনে ক্লিক করুন। ATM Card Services অপশন গিয়ে আবেদন জানান নতুন কার্ডের ৷