SBI FD: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI
মঙ্গলবার ১০ মে থেকে লাগু হয়েছে ওই নতুন সুদের হার
নিজস্ব প্রতিবেদন: একাধিক ফিক্স ডিপোজেট স্কিমে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক(SBI)। তবে আসল কথা হল ২ কোটি টাকা বা তার উপরে এফডি-র ক্ষেত্রে বেড়েছে সুদের হার। মঙ্গলবার ১০ মে থেকে লাগু হয়েছে ওই নতুন সুদের হার। আরও একটি বিষয় হল ৭-৪৫ দিনের ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার বাড়ানো হয়নি।
এসবিআই সূত্রে খবর ৪৬-১৪৯ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মিলবে ৫০ বেসিস পয়েন্ট বেশি রিটার্ন। ১-২ বছরের ডিপোজিটের ক্ষেত্রে মধ্যে মিলবে ৪০ বেসিস পয়েন্ট। ২-৩ বছরের ডিপোজিটের ক্ষেত্রে মিলবে ৬৫ বেসিস পয়েন্ট বেশি রিটার্ন।
নতুন সুদের হার
৭-৪৫ দিন-৩ শতাংশ
৪৬-১৭৯ দিন-৩.৫ শতাংশ
১৮০-২১০ দিন-৩.৫ শতাংশ
২১১ দিন -১ বছর-৩.৭৫ শতাংশ
১-২ বছর-৪ শতাংশ
২-৩ বছর-৪.২৫ শতাংশ
৩-৫ বছর-৪.৫ শতাংশ
৫-১০ বছর-৪.৫ শতাংশ
আরও পড়ুন-Nitin Gadkari: দমকা হাওয়ায় ভেঙেছে ১৭১০ কোটির সেতু! IAS অফিসারের জবাবে তাজ্জব গড়কড়ী