Nitin Gadkari: দমকা হাওয়ায় ভেঙেছে ১৭১০ কোটির সেতু! IAS অফিসারের জবাবে তাজ্জব গড়কড়ী

মঙ্গলবার সকালে এক টুইট করে ওই কথা মজা করে জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ী

Updated By: May 10, 2022, 01:05 PM IST
Nitin Gadkari: দমকা হাওয়ায় ভেঙেছে ১৭১০ কোটির সেতু! IAS অফিসারের জবাবে তাজ্জব গড়কড়ী

নিজস্ব প্রতিবেদন: গত ২৯ এপ্রিল বিহারের সুলতানগঞ্জে গঙ্গার উপরে নির্মীয়মান একটি সেতুর একাংশ ভেঙে পড়ে। এক কারণ জানতে চেয়ে তাজ্জব নিতিন গড়কড়ী। এক আইএএস অফিসার এর কারণ ব্যাখা করতে গিয়ে লিখেছেন, প্রবল হাওয়ায় ব্রিজের একাংশ ভেঙে পড়েছে।

মঙ্গলবার সকালে এক টুইট করে ওই কথা মজা করে জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ী। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দমকা হাওয়ায় কীভাবে একটা সেতু ভেঙে পড়তে পারে তা বুঝতে পারছি না। এর পেছনে নিশ্চয় কোনও ত্রুটি রয়েছে। নির্মাণের গুণমানের উপরে আমাদেকর জোর দিতে হবে। গড়কড়ী আরও বলেন, একজন আইএএস অফিসার কীভাবে হাওয়ায় সেতু ভেঙে যাওয়ার কথা বিশ্বাস করলেন তা ভেবে পাচ্ছি না।

উল্লেখ্য, ওই নির্মীয়মান সেতুটির একাংশ ভেঙে পড়া নিয়ে সাফাই দিয়েছিলেন বিহারের বিধায়ক ললিত নারায়ণ মণ্ডল। সংবাদমাধ্যমে তিনি বিবৃতি দেন, সেতুটি ভেঙে পড়া নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে হাওয়ার ব্রিজ ভাঙল কীভাবে? ললিত নারায়ণ বলেন, মালমশলা খারাপ হওয়ার কারণে ভেঙে পড়তে পারে। তবে ১৭১০ কোটি টাকার ব্রিজ ভাঙার ঘটনা সহজে ছেড়ে দেওয়া যায় না।  

আরও পড়ুন-সোমবার রাতে ফের উত্তপ্ত ইসলামপুর, আহত ১১ 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.