অনলাইন ট্রান্সফারে একধাক্কায় চার্জ কমছে ৭৫%, SBI গ্রাহকদের জন্য সুখবর

SBI গ্রাহকদের জন্য দারুণ সুখবর। NEFT, RTGS -এর মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে একধাক্কায় চার্জ কমছে ৭৫ শতাংশ। ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত RTGS-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে চার্জ কমিয়ে ৫ টাকা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগে এই চার্জ ছিল ২০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও এই চার্জ কমানো হয়েছে।

Updated By: Aug 9, 2017, 08:56 PM IST
অনলাইন ট্রান্সফারে একধাক্কায় চার্জ কমছে ৭৫%, SBI গ্রাহকদের জন্য সুখবর

ওয়েব ডেস্ক : SBI গ্রাহকদের জন্য দারুণ সুখবর। NEFT, RTGS -এর মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে একধাক্কায় চার্জ কমছে ৭৫ শতাংশ। ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত RTGS-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে চার্জ কমিয়ে ৫ টাকা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগে এই চার্জ ছিল ২০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও এই চার্জ কমানো হয়েছে।

১৫ জুলাই থেকে লাগু হবে নয়া চার্জ। আগে ১০,০০০ টাকা পর্যন্ত NEFT ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ পড়ত ২ টাকা। এখন সেই চার্জ কমিয়ে অর্ধেক, (GST ছাড়া) ১ টাকা করা হল। অর্ধেক করা হয়েছে ১০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত NEFT লেনদেন চার্জও। বর্তমানে চার্জ পড়বে ৪ টাকার বদলে ২ টাকা।

পাশাপাশি, IMPS-এর মাধ্যমে ১০০০ টাকা ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ লাগবে না বলে আগেই জানিয়েছে SBI। একনজরে-

আরও পড়ুন, ২০ বছর ধরে 'পাগল' মহিলাকে অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল পরিবার

 

.