Samvidhaan Hatya Diwas: এবার থেকে প্রতি '২৫ জুন' 'সংবিধানহত্যা দিবস' হিসেবে পালিত হবে! বড় ঘোষণা কেন্দ্রের...

June 25 Samvidhaan Hatya Diwas: আগামী ২৫ জুন 'সংবিধান হত্যা দিবস' পালনের ডাক দিল বিজেপি। 'ইন্ডিয়া ব্লক' বারবার শাসকদলের প্রতি সংবিধানকে ধুলোয় লুটিয়ে দেওয়ার অভিযোগ তোলে। তাই 'ইন্ডিয়া ব্লক'কে চাপে ফেলার জন্যই কি বিজেপি 'সংবিধান হত্যা দিবসে'র কথা ভাবল?

Updated By: Jul 12, 2024, 06:08 PM IST
Samvidhaan Hatya Diwas: এবার থেকে প্রতি '২৫ জুন' 'সংবিধানহত্যা দিবস' হিসেবে পালিত হবে! বড় ঘোষণা কেন্দ্রের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় এক বছর দেরি আছে। কেননা, এটা জুলাই মাস চলছে। আর ঘোষণা হল জুন মাস নিয়ে। তবে ঘোষণাটা সেরে রাখল কেন্দ্রীয় সরকার। খুব তাত্‍পর্যপূর্ণ ভাবেই সেরে রাখল। বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ, শুক্রবার 'সংবিধান হত্যা দিবস' (Samvidhaan Hatya Diwas) দিনটির কথা ঘোষণা করলেন। প্রতি বছর দিনটি বিজেপির তরফে পালিত হবে।

আরও পড়ুন: Fist Personality Test: কীভাবে হাত মুঠো করেন? সামান্য এই অভ্যাসই চিনিয়ে দেবে চরিত্র...

আগামী ২৫ জুন বিজেপি এই 'সংবিধান হত্যা দিবস' (Constitution murder day) পালনের ডাক দিল। কেন? কোনও প্রেক্ষিত আছে কি? 'ইন্ডিয়া ব্লক' বারবার শাসকদলের প্রতি সংবিধানকে ধুলোয় লুটিয়ে দেওয়ার অভিযোগ তুলে এসেছে। লোকসভা ভোটের আগে থেকেই এটা চলছে। এবার তাই কি 'ইন্ডিয়া ব্লক'কে চাপে ফেলার জন্যই বিজেপি সরকার এই 'সংবিধান হত্যা দিবসে'র মতো একটি দিনের কথা ভাবল? অন্তত তেমনই মত সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের।

বিজেপির আমলে দেশে মোটেই গণতন্ত্র নেই, নেই বাক স্বাধীনতা, নেই আচরণগত স্বাধীনতা, নেই জীবন যাপনের স্বাধীনতাও। বিজেপির আমল শুধুই কণ্ঠরোধের সুদীর্ঘ ইতিহাস। এমনই পর্যবেক্ষণ বিজেপি-বিরোধী শিবিরের। কংগ্রেস বরাবর এমন অভিযোগ তুলে এসেছে। এমনই অভিযোগ উঠেছে রাজ্যে তৃণমূলের শিবিরের তরফেও। ভোট বা ভোটের পরেও নানা সময়ে নানা ইস্যুতে বিজেপি-বিরোধী শিবির 'ইন্ডিয়া ব্লক' নরেন্দ্র মোদীর দলের বিরুদ্ধে এই চেনা অভিযোগটাকেই হাতিয়ার করেছে।

আরও পড়ুন: Bengal Weather Today: আগামী ৩ দিনে ভাসবে বাংলা! রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা...

এখন সংশ্লিষ্ট মহল মনে করছে, সম্মিলিত বিরোধীর এই আক্রমণকে প্রতিহত করতেই বিজেপি ইতিহাসের দিকে ঘুরে তাকিয়েছে। তুলে এনেছে ১৯৭৫ সালের ২৫ জুন দিনটিকে। কারণ, ওই দিনেই কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন (ও মৃতও) প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে ইমার্জেন্সি চালু করেছিলেন। দিনটিকে বিরোধীরা তখন কালা দিন হিসেবে চিহ্নিত করেছিলেন। এবার সেই দিনটিকে জুড়ে কংগ্রেসের যে-অস্বস্তি রয়েছে সেটাকে হাতিয়ার করেই আসরে নামতে চাইছে বিজেপি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.