সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। রবিবার এনআইএ জানিয়েছে, সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরক রাখার অভিযোগে কমল চৌহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Updated By: Feb 13, 2012, 08:51 AM IST

সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। রবিবার এনআইএ জানিয়েছে, সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরক রাখার অভিযোগে কমল চৌহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দৌর থেকে শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য কমলকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। দীর্ঘক্ষণ জেরার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রে খবর, ২০০৭-এ সমঝোতা এক্সপ্রেসে যে দুজন বিস্ফোরক রেখেছিল, তাদের মধ্যেই একজন কমল চৌহান। এছাড়া ওই বিস্ফোরণ কাণ্ডে আরও দুই অভিযুক্ত রামজি কালসাঙ্গরা ও সন্দীপ দাঙ্গের সঙ্গে যোগাযোগ ছিল কমলের।
রামজি ও সন্দীপের খোঁজ দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে এনআইএ। গোয়েন্দা বিভাগের দাবি, কমলকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সঙ্গীর হদিশও খুব শীঘ্রই পাওয়া যাবে। তবে নিরাপত্তার খাতিরে বিস্ফোরণ কাণ্ডে অপর অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।
২০০৭-এর ১৮ ফেব্রুয়ারি হরিয়ানার পানিপথের কাছে দিওয়ানায় দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেসের দুটি বগিতে বিস্ফোরণ ঘটানো হয়। মৃত্যু হয় প্রায় ৬০ জন যাত্রীর। এই বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বামী অসীমানন্দ, সাধভি প্রজ্ঞা, রামজি কালসাঙ্গরা, সন্দীপ দাঙ্গে, সুনীল যোশী (মৃত) ও লোকেশ শর্মার বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জ গঠন করেছে এনআইএ।

.