সইফই মহোত্সব: শাহরুখে আস্থা পেলেন সলমন, মাধুরী
সইফই মহোত্সবে অংশগ্রহণ করা নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যক্ত করেছেন সলমন খান, মাধুরী দীক্ষিত। এবারে তাঁরা পাশে পেলেন শাহরুখকে।
সইফই মহোত্সবে অংশগ্রহণ করা নিয়ে ইতিমধ্যেই নিজেদের অবস্থান সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যক্ত করেছেন সলমন খান, মাধুরী দীক্ষিত। এবারে তাঁরা পাশে পেলেন শাহরুখকে।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে শাহরুখ বলেন, "আমি এই ব্যাপারে কোনও নৈতির মতামত করব না। কারণ আমি নিজেও একজন পারফর্মার। সলমন ফেসবুকে লিখেছিলেন, "আমি যখনই কোনও জায়গায় অনুষ্ঠান করতে বা প্রচারের কাজে যাই, আমি সেটাকে স্থানীয় মানুষের স্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষার উন্নয়নের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখি। নাগপুরে অনুষ্ঠানে গিয়ে বিইং হিউম্যান মহারাষ্ট্রের ১০০ জন শিশুর হার্টের অসুখের চিকিত্সার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটাওয়াতেও বিইং হিউম্যান অনুষ্ঠানের শিল্পীদের তরফে উত্তর প্রদেশের ২০০ জন শিশুর হার্টের চিকিত্সার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রতি দিয়েছে। জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও ইকো মেশিন, পেডিয়াট্রিক ও নিও ন্যাটাল ভেন্টিলেটর এবং পোর্টেবেল এক্স-রে মেশিন কেনার জন্য বিইং হিউম্যান ২৫ লক্ষ টাকা দিয়েছে।"
এর আগে টুইটারে মাধুরী লিখেছিলেন, "শিল্পী ও সেলেব্রিটি হিসেবে আমরা বিশ্বাস করি যে এইভাবে আমরা মানুষের কাছাকাছি পৌঁছতে পারি। উত্তর প্রদেশে যাঁরা অনুষ্ঠান করেছেন সেই সব শিল্পীদের তরফে বিইং হিউম্যান জহরলাল নেহরু মেডিক্যাল কলেজে ২৫ লক্ষ টাকা দান করছে।"
সইফই মহোত্সবের পর থেকেই চরম বিতর্কের সম্মুখীন হয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব।