ভারতরত্ন সচিন, রাও
ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ও বিজ্ঞানী সিএনআর রাও। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে তাঁদের ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়। এর আগে মোট ৪১ জন এই সম্মানে ভূষিত হয়েছেন।
ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর ও বিজ্ঞানী সিএনআর রাও। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে তাঁদের ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়। এর আগে মোট ৪১ জন এই সম্মানে ভূষিত হয়েছেন।
চল্লিশ বছর বয়সে ভারতরত্ন পেলেন সচিন। এখনও পর্যন্ত তিনিই সর্বকনিষ্ঠ ভারতরত্ন।সি. ভি. রমন, এম বিশ্ববারা ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের পর চতুর্থ বিজ্ঞানী হিসেবে ভারতরত্ন সম্মান পেলেন সিএনআর রাও।
সারা ক্রিকেট কেরিয়ারে রেকর্ডের পাহাড় গড়েছেন তেন্ডুলকর। ২০০টি টেস্ট ম্যাচ খেলে ১৫,৯২১ রানের রেকর্ড রয়েছে তাঁর। ৪৬৩টি একদিনের ম্যাচে ১৮,৪২৬ রানের রেকর্ড গড়েছেন তিনি। গড়ে ৪৪.৮৩ রান ও ৪৯টি শতরানও রয়েছে তাঁর ঝুলিতে। পঞ্চাশ ওভারের ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে তিনিই দ্বিশতরান করেন। ১৯৮৯ সালে ব্যাঙ্গালোরে জহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সাইন্টিফিক রিসার্চের প্রতিষ্ঠা করেন তিনি। ২০০৫ সালে প্রধানমন্ত্রীর সাইন্টিফিক অ্যাডভাইজরি কাউন্সিলে যোগ দেন তিনি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেটিরিয়াল সাসেন্সেরও ডিরেক্টর তিনি।
গতবছর ভারতরত্নের মনোনয়ন তালিকায় ক্রীড়াবিদদের জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তেন্ডুলকরের সঙ্গে দৌড়ে ছিলেন কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদ।