'মুকুল কুয়াশায় শুকিয়ে গিয়েছে', সবং জয়ের পর বিজেপি নেতাকে খোঁচা মানসের

সবং উপনির্বাচনে জেতার পর মুকুল রায়কে কটাক্ষ করলেন মানস ভুঁইঞা। 

Updated By: Dec 24, 2017, 03:39 PM IST
'মুকুল কুয়াশায় শুকিয়ে গিয়েছে', সবং জয়ের পর বিজেপি নেতাকে খোঁচা মানসের

নিজস্ব প্রতিবেদন: গুজরাটের পর সবংয়ের মানুষ বুঝিয়ে দিল, বিজেপির শেষের শুরু। স্ত্রীকে উপনির্বাচন জিতিয়ে আনার এমনটাই মন্তব্য করলেন মানস ভুঁইঞা। 

সবং উপনির্বাচনে বিজেপির বিপুল ভোট বেড়েছে। দেড়বছর আগে বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল  ৫,৬১০টি ভোট। উপনির্বাচনে বেড়ে হয়েছে  ৩৭  হাজার ৭৪৬। বিজেপির ভোটবৃদ্ধিকে পাত্তাই দিলেন মানস ভুঁইঞা। মুকুলকে তাঁর কটাক্ষ, ''বিজেপি তো উপনির্বাচন জিতবে বলেছিল। আম গাছের মুকুলকে নিয়ে নাচানাচি করেছিল ওরা। কুয়াশায় সেই মুকুল শুকিয়ে গিয়েছে। আম ধরবে কিনা জানি না!''

আরও পড়ুন- 'কোর ভোটব্যাঙ্ক' ধরে রেখে সিপিএমকে পুনরুজ্জীবনের অক্সিজেন দিল সবং?

মানসের দাবি, সিপিএমের ভোট আগের চেয়ে কমেছে। কংগ্রেস নিজস্ব ভোট ধরে রেখেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের জয়। বিজেপিতে আসার পর সবং উপনির্বাচন ছিল মুকুল রায়ের কাছে প্রথম পরীক্ষা। সবংয়ে গিয়ে তিনি ভোটপ্রচারও করেছেন। দলের ভোটবৃদ্ধি হলেও দ্বিতীয়স্থান অধরা রইল বিজেপির।     

আরও পড়ুন- সবং উপনির্বাচনে দ্বিতীয় স্থানে সিপিএম, বিপুল ভোট বাড়ল বিজেপির

.