হিমাচলে পরিষদীয় দলনেতা হিসেবে জয়রাম ঠাকুরকে বেছে নিল বিজেপি
রবিবার সিমলায় বিজেপির বৈঠকে সর্বসম্মতিভাবে জয়রাম ঠাকুরের নামে শিলমোহর পড়ল। তিনিই হতে চলেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: হিমাচলপ্রদেশে ভোটে জেতার পরও মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ডামাডোল চলছিল বিজেপির অন্দরে। তার নিষ্পত্তি হল রবিবার। জয়রাম ঠাকুরই হতে চলেছেন হিমাচলের নতুন মুখ্যমন্ত্রী। হিমাচলের বিজেপি জিতলেও হেরে যান বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমল।
Jairam Thakur to be the Legislature party leader in Himachal Pradesh: Narendra Singh Tomar, Central Observer pic.twitter.com/q319dmgOzl
— ANI (@ANI) December 24, 2017
Former CM Prem Kumar Dhumal Ji proposed Jairam Thakur Ji to be elected as the Legislature party leader. Shanta Kumar Ji & JP Nadda Ji also supported this proposal: Narendra Singh Tomar, Central Observer pic.twitter.com/eqH6E8Gpxu
— ANI (@ANI) December 24, 2017
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত্প্রসাদ নাড্ডা না জয়রাম ঠাকুর? কে হবেন হিমাচলের মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা চলছিল। প্রশাসনিক অভিজ্ঞতায় এগিয়েছিলেন হিমাচলের ভূমিপুত্র নাড্ডা। নরেন্দ্র মোদী ও অমিত শাহের অত্যন্ত প্রিয়পাত্র তিনি। দিল্লিতে চলে আসার পরও হিমাচলের সঙ্গে তাঁর যোগ ছিল। মূলত, হিমাচল জয়ের অন্যতম কারিগরও তিনি। অন্যদিকে পাঁচ বারের বিধায়ক জয়রাম ঠাকুর। হিমাচলে আগের বিজেপি সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। ফলে তিনিও প্রবলভাবে দৌড়ে ছিলেন।
রবিবার সিমলায় বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন জেপি নাড্ডা, মঙ্গল পাণ্ডে, প্রেমকুমার ধুমল ও দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক নির্মলা সীতারমন ও নরেন্দ্র সিং তোমর। ওই বৈঠকেই সর্বসম্মতভাবে জয়রাম ঠাকুরের নামে শিলমোহর পড়ে।হবু মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান,'' আমি সবাইতে ধন্যবাদ জানাতে চাই। প্রেমকুমার ধুমলজি আমার নাম প্রস্তাব করেছিলেন। তা সমর্থন করেছেন জেপি নাড্ডা।''
আরও পড়ুন- ত্রিপুরায় বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক, অসম জয়ের কারিগর দায়িত্বে
I thank everyone, central leadership, Prem Kumar Dhumal ji who proposed my name supported by JP Nadda, Shanta Kumar ji: Jairam Thakur #Himachal pic.twitter.com/ZctjfaTNjV
— ANI (@ANI) December 24, 2017
Jairam Thakur being greeted by Prem Kumar Dhumal, JP Nadda, Shanta Kumar on being chosen as the Legislature party leader in Himachal Pradesh pic.twitter.com/bjZypjt1U6
— ANI (@ANI) December 24, 2017