"জন গণ মন" নয়, "বন্দে মাতরমই" আসল জাতীয় সঙ্গীত! দাবি RSS নেতার

সংঘপ্রধান মোহন ভাগবতের "ভারত মাতা কি জয়" মন্তব্যের পর এবার আরেক সংঘনেতা। দাবি করলেন, "জন গণ মন" নয়। ভারতের প্রকৃত জাতীয় সংগীত "বন্দে মাতরম"।

Updated By: Apr 2, 2016, 03:36 PM IST
"জন গণ মন" নয়, "বন্দে মাতরমই" আসল জাতীয় সঙ্গীত! দাবি RSS নেতার

ওয়েব ডেস্ক : সংঘপ্রধান মোহন ভাগবতের "ভারত মাতা কি জয়" মন্তব্যের পর এবার আরেক সংঘনেতা। দাবি করলেন, "জন গণ মন" নয়। ভারতের প্রকৃত জাতীয় সংগীত "বন্দে মাতরম"।

সংঘনেতা ভাইয়াজি যোশী বলেন, সংবিধানে "জন গণ মন"কে জাতীয় সংগীতের মর্যদা দেওয়া হয়েছে। কিন্তু, যদি তাঁর মতে আসল জাতীয় সংগীত "বন্দে মাতরম"। এর পিছনে যুক্তিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। বলেন, "জন গণ মন"-তে সেভাবে সমবেত জাতীয় ঐক্যের কথা বলা হয়নি। আলাদা আলাদাভাবে রাজ্যের কথাই গুরুত্ব পেয়েছে। সেদিক দিয়ে দেখতে গেলে "বন্দে মাতরম" গানটিতে দেশ সম্বন্ধে সম্যক ধারণা হয়।

সম্প্রতি "ভারত মাতা কি জয়" উচ্চারণ ইসলাম বিরোধী বলে ফতোয়া জারি করেছেন দারুন-উল সোসাইটি। যার প্রেক্ষিতে দেখে দিয়েছে বিতর্ক।

.