লালু প্রসাদের যাদবের বিরুদ্ধে রায়দানকারী বিচারকের বাড়িতে ঘটল বিপত্তি
মাঝরাতে ঘটে গেল এই ভয়ঙ্কর ঘটনা।
নিজস্ব প্রতিবেদন : পশুখাদ্য কেলেঙ্কারিতে লালু প্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করেছিলেন সিবিআই বিচারক শিবপাল সিং। এবার তারই বাড়িতে বড়সড় ডাকাতির ঘটনা ঘটল। যদিও, পুলিসের দাবি লালু প্রসাদের বিরুদ্ধে দেওয়া রায়ের সঙ্গে এর কোনও সম্বন্ধ নেই।
জানা গেছে, বুধবার গভীর রাতে বিচারক শিবপালের উত্তরপ্রদেশের জালাউনের বাড়িতে হঠাত্ই দরজা ভেঙে ঢোকে একদল সশস্ত্র ডাকাত। বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ৬০ হাজার টাকা ও ২ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
Robbery held at residence of Shivpal Singh, judge at Ranchi CBI special court, in his native village Jalaun last night. Shivpal Singh's brother Surendra, who found out about the robbery in the morning said,' Rs 60,000 & jewellery worth Rs 1.5-2 lakh stolen'. Police probe underway pic.twitter.com/U3wICLwuBs
— ANI UP (@ANINewsUP) June 21, 2018
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জালাউন থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- 'চায় পিলে ফ্র্যান্ডসে'র গৃহবধূর নাচের ভিডিও এবার ঝড় তুলেছে ইন্টারনেটে