রাজ্যসভা নির্বাচনের ফল প্রকাশ! একক সংখ্যা গরিষ্ঠ থাকল সেই কংগ্রেসই!
৭ রাজ্যে ভোট। হরিয়ানাসহ সাত রাজ্যে রাজ্যসভার ২৭ টি আসনে শনিবার নির্বাচন হয়। শনিবার হরিয়ানায় রাজ্যসভার দুটি আসনে নির্বাচন হয়। একটি আসনে জেতেন সমাজসেবী তথা এসেল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্র এবং অন্য আসনটিতে জয়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিং।
ওয়েব ডেস্ক: ৭ রাজ্যে ভোট। হরিয়ানাসহ সাত রাজ্যে রাজ্যসভার ২৭ টি আসনে শনিবার নির্বাচন হয়। শনিবার হরিয়ানায় রাজ্যসভার দুটি আসনে নির্বাচন হয়। একটি আসনে জেতেন সমাজসেবী তথা এসেল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্র এবং অন্য আসনটিতে জয়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিং।
উত্তরপ্রদেশের ১১টি আসনে ভোট হয়। ৭ টিতে জয়ী হয়েছেন সমাজবাদী দলের প্রার্থীরা। উত্তরপ্রদেশ থেকে ভোটে জিতেছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল।
রাজস্থানের ৪টি আসেনই জয় লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। জয়ীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু।
কর্নাটকের চারটি আসনে জয়ীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন এবং কংগ্রেসের জয়রাম রমেশ।
মধ্যপ্রদেশের তিনটি আসনের মধ্যে দুটিতে জয়ী হয়েছে বিজেপি। একটিতে জিতেছে কংগ্রেস।
উত্তরাখণ্ডের একটি আসনে নির্বাচন হয়। জিতেছেন কংগ্রেস প্রার্থী।
ঝাড়খণ্ডের দুটি আসনেই জিতেছে বিজেপি।
তবে শনিবারের ভোটের পরেও রাজ্যসভায় একক সংখ্যা গরিষ্ঠ দলের তকমা ধরে রেখেছে কংগ্রেস।