অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করুন, SCO বৈঠকে জিনপিংকে সাফ বার্তা মোদীর

লাদাখ উত্তেজনা শুরু হওয়ার পর এই প্রথম ভার্চুয়ালি হলেও মুখোমুখি হলেন মোদী ও শি জিনপিং

Updated By: Nov 10, 2020, 05:34 PM IST
অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করুন, SCO বৈঠকে জিনপিংকে সাফ বার্তা মোদীর
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে সামনাসামনি(ভার্চুয়াল বৈঠক) মোদী-জিনপিং। সুযোগ ছাড়লেন না নমো। SCO শীর্ষ বৈঠকে শি জিনপিং ও ইমরান খানকে সাফ বার্তা মোদীর, অন্যদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করুন।

আরও পড়ুন-অবসরের এক যুগ; আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ  

ভিডিয়ো কন্ফারেন্সে ওই বৈঠকে মোদী বললেন, 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সঙ্গে ভারতের সম্পর্ক বহু পুরনো। ভারত বিশ্বাস করে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে গেলে উচিত একে অপরের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করা। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই সংগঠনের এজেন্ডার মধ্যে দ্বিপাক্ষিক ইস্যু টেনে আনার চেষ্টা হচ্ছে যা SCO চার্টারের পরিপন্থী। '

লাদাখ উত্তেজনা শুরু হওয়ার পর এই প্রথম ভার্চুয়ালি হলেও মুখোমুখি হলেন মোদী ও শি জিনপিং। আর সেই সুযোগকে কাজে লাগালেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-আগামিকাল থেকেও শহরে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না বাস-মিনিবাস পরিষেবা

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বাণিজ্য ও অন্যান্য আর্থিক বিষয় ছাড়াও এই বৈঠকে উপমহাদেশে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত ও ইন্টারনেটের মাধ্যমে কট্টরপন্থা ছড়ানোর বিষয়টিও আলোচনার কথা।

.