ডেটাগিরিতে গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ৫১০ কোটি টাকা নিট লাভ ঘরে তুলল জিও
''আর্থিকভাবে দৃঢ় পারফরম্যান্স করার সক্ষমতা দেখিয়ে দিয়েছে জিও'', বললেন মুকেশ অম্বানি।
নিজস্ব প্রতিবেদন: সস্তায় পরিষেবা দিয়েও লাভ করল মুকেশ অম্বানির সংস্থা রিলায়্যান্স জিও। ২০১৭-১৮ সালের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার আয় ৭,১২৮ কোটি টাকা। বিভিন্ন খাতে খরচ, সুদ, কর ইত্যাদি বাদ দেওয়ার পর সংস্থার নিট লাভ দাঁড়িয়েছে ৫১০ কোটি টাকা। তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার নিট লাভ ছিল ৫০৪ কোটি টাকা। ফলে ১.৪ শতাংশ বাড়ল Jio-র নিট লাভ।
শুরুতেই ৬ মাস বিনামূল্যে পরিষেবা দিয়ে টেলিকম বাজারে ডেটাগিরির বিপ্লব এনেছিল রিল্যায়ান্স জিও। পরে ধাপে ধাপে রিচার্জের দাম বাড়ালেও গ্রাহকের সংখ্যায় কোনও প্রভাব পড়েনি, বরং বেড়েছে। নিট লাভ বাড়লে ব্যবহারকারী পিছু আয় কমেছে। ২০১৭-১৮ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে প্রতি গ্রাহকে আয় ছিল ১৫৪ টাকা। চতুর্থ ত্রৈমাসিকে তা কমে হয়েছে ১৩৭.১ কোটি টাকা। রিল্যায়ান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানির কথায়, ''আর্থিকভাবে দৃঢ় পারফরম্যান্স করার সক্ষমতা দেখিয়ে দিয়েছে জিও।''
২০১৭-১৮ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিতে ২৭১ কোটি টাকা লোকসান করেছিল জিও। তার পরের ত্রৈমাসিক থেকে লাভের মুখ দেখতে শুরু করে মুকেশ অম্বানির সংস্থা। নিট লাভ হয় ৫০৪ কোটি টাকা।
আরও পড়ুন- ভারতের প্রতিটি গ্রামে বিদ্যুত্, কৃতিত্ব নিয়ে কাজিয়া কংগ্রেস-বিজেপির