ভারতের প্রতিটি গ্রামে বিদ্যুত্, কৃতিত্ব নিয়ে কাজিয়া কংগ্রেস-বিজেপির
'২৮ এপ্রিল ঐতিহাসিক দিন'', টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
নিজস্ব প্রতিবেদন: ভারতের প্রতিটি গ্রামে বিদ্যুদয়ন নিয়ে ভুয়ো দাবি করছে মোদী সরকার। এমনটাই অভিযোগ করল কংগ্রেস। তাদের দাবি, কংগ্রেসের ৬০ বছরের কৃতিত্ব নিজেদের বলে চালাচ্ছে বিজেপি সরকার। পাল্টা আবার কংগ্রেসকে তথ্য দিয়েছে বিঁধেছে বিজেপি। তাদের দাবি, কংগ্রেস জমানার চেয়ে অনেক দ্রুত কাজ করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নিজেই টুইট করেছেন, ''২৮ এপ্রিল ঐতিহাসিক দিন। আমরা প্রতিশ্রুতি রাখতে সমর্থ হয়েছি।''
Under the decisive leadership of PM @NarendraModi India has finally been able to electrify all its villages before the set target date. With the elimination of darkness from the lives of fellow Indian villagers, we commit ourselves to building a new and #PowerfulIndia pic.twitter.com/TJ8irmx4tk
— Piyush Goyal (@PiyushGoyal) 29 April 2018
28th April 2018 will be remembered as a historic day in the development journey of India. Yesterday, we fulfilled a commitment due to which the lives of several Indians will be transformed forever! I am delighted that every single village of India now has access to electricity.
— Narendra Modi (@narendramodi) 29 April 2018
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইটারে লেখেন,''অমিত শাহজি ভারতের ৬,৪৯,৮৬৭টি গ্রামের মধ্যে ৯৭ শতাংশ বিদ্যুদয়ন হয়েছে কংগ্রেসের ৬০ বছরে। ইউপিএ সরকারের আমালে ১,০৭,৬০০টি গ্রামে পৌঁছেছে বিদ্যুত্।''সুরজেওয়ালার দাবি, ''৬০ বছরে প্রতিবছর ১০ হাজার ঘরে বিদ্যুত্ পৌঁছেছে কংগ্রেস। সেখানে প্রতিবছর ৪,৮১৩টি গ্রাম বিদ্যুদয়ন করেছে মোদী সরকার। অথচ ১০০ শতাংশ গ্রামে বিদ্যুদয়নের কৃতিত্ব নিচ্ছে মোদী সরকার।''
Dear Amit Shahji,
India has 6,49,867 villages. Congress connected 97% with electricity.
During UPA (2004-14), Congress electrified 1,07,600 villages.
In 60 yrs, Congress average is electrifying 10,000 villages per year.
Congress created #PowerfulIndia but didn’t boast!
1/2 pic.twitter.com/pktrzcqqD2— Randeep Singh Surjewala (@rssurjewala) 29 April 2018
2/2
Dear Modiji/Piyushji,On 26th May,2014; only 18,452 villages were without electrification.
BJP Govt took 46 months to complete this at at an average of 4,813 villages per year.
This is - ‘celebrating inefficiencies’ & taking ‘fake credit’ for Congress work. pic.twitter.com/U270EK2pee
— Randeep Singh Surjewala (@rssurjewala) 29 April 2018
বিজেপির আবার পাল্টা দাবি, 'মোদী সরকারের সাড়ে তিন বছরে ১৬,৮০০ গ্রামে পৌঁছেছে বিদ্যুত্। মানে প্রতিবছর ৪,৮০০ গ্রাম। আর ৫৪ বছরে প্রতিবছর গড়ে ২০০০ গ্রাম বিদ্যুদয়ন করেছে কংগ্রেস।'
আরও পড়ুন- প্রকাশ্যেই তরুণী পোশাক ছেঁড়ার চেষ্টা, ভাইরাল ভি়ডিও