বছরের প্রথম দিন রেকর্ড সংখ্যক শিশুর জন্ম, চিনকে হারিয়ে শীর্ষে ভারত

২০১৭-তে সারা বিশ্বে ১০ লাখ শিশু জন্মের প্রথম দিনই মারা যায়।

Updated By: Jan 2, 2019, 03:59 PM IST
বছরের প্রথম দিন রেকর্ড সংখ্যক শিশুর জন্ম, চিনকে হারিয়ে শীর্ষে ভারত

নিজস্ব প্রতিনিধি : বছরের প্রথম দিন সারা বিশ্বে জন্ম হয়েছে প্রায় চার লাখ শিশুর। সংখ্যাটা চমকে দেওয়ার মতো ঠেকেছে ইউনিসেফ-এর কর্তাদের কাছেও। এই চার লাখ শিশুর মধ্যে ৬৯, ৯৪৪টি শিশুর জন্ম হয়েছে ভারতে। বছরের প্রথম দিন শিশু জন্মের হিসাবে ভারত রয়েছে প্রথমে। তার পরই রয়েছে চিন। ইউনিসেফ-এর দেওয়া তথ্য জানাচ্ছে, ১লা জানুয়ারি ৪৪,৯৪০ জন শিশুর জন্ম হয়েছে চিনে। তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া। সেখানে ২৫ হাজার ৬৮৫টি শিশুর জন্ম হয়েছে মঙ্গলবার। চতুর্থ স্থানে পাকিস্তান। ১৫ হাজার ১১২টি শিশু জন্মেছে। 

আরও পড়ুন-  সবরীমালায় ইতিহাস, সব বাধা অগ্রাহ্য করে মন্দিরে প্রবেশ করলেন দুই মহিলা!

বছরের প্রথম দিন সারা বিশ্বে তিন লাখ ৯৫ হাজার ৭২টি শিশুর জন্ম হয়েছে। গোটা বিশ্বে জন্মানো শিশুর মধ্যে ১৮ শতাংশ জন্মেছে ভারতে। ভারতে ইউনিসেফের দূত ইয়াসমিন আলি হক বলেছেন, সদ্যোজাতের মৃত্যুর হার বিশ্বজুড়ে বাড়ছে। নতুন বছরে তাই আমাদের নিশ্চিত করতে হবে, কোনও সদ্যোজাত যেন প্রসবজনিত সমস্যা ও সংক্রমণে মারা না যায়! ২০১৭-তে সারা বিশ্বে ১০ লাখ শিশু জন্মের প্রথম দিনই মারা যায়। জন্মের পর প্রথম মাসেই সংক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছিল ২৫ লাখেরও বেশি সদ্যোজাত। তবে ২০১৮-তে এই সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। বিশেষ করে ভারত, চিনের মতো বেশি জনসংখ্যার দেশগুলোতে। 

.