জন্মদিনে ঘোষণা, ভোটের লড়াইয়ে নামতে প্রস্তুত কমল হাসান
উপনির্বাচন হলে রাজ্যের ২০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে এমএনএম যে তৈরি, এদিন তা স্পষ্ট করে দেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : ৬৪ তম জন্মদিনে সাড়া জাগানো ঘোষণা কমল হাসানের। তামিল রাজনীতির ময়দানে লড়াইয়ের জন্য তৈরি কমল হাসান৷ আগামী উপনির্বাচনে ২০টি আসনে লড়াই করবে তাঁর দল, জানিয়ে দিলেন মাক্কাল নিধি মাইয়ামের(এমএনএম) সভাপতি নিজেই>বুধবার জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেন্নাইতে কমল হাসান বলেন,"কেউ জানেন না কবে উপনির্বাচন হবে। তবে যখনই তা হোক না কেন আমরা তৈরি আছি।" উপনির্বাচন হলে রাজ্যের ২০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে এমএনএম যে তৈরি, এদিন তা স্পষ্ট করে দেন তিনি। সঙ্গে তিনি আরও বলেন, "তিনি কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠী নয়, বরং জনসাধারণের প্রতিনিধি।"
আরও পড়ুন- সবরীমালায় মহিলা নিগ্রহকাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করল কেরল পুলিস
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় এই বিরোধী দল ডিএমকে সহ শরিকদের মোট আসন এই মুহূর্তে ৯৭। শাসকদল এআইএডিএমকে-র দখলে রয়েছে ১১৬টি আসন। সম্প্রতি ১৮ জন বিধায়ককে বহিষ্কার করার সিদ্ধান্তে মাদ্রাজ হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরেই উপনির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। তা ছাড়াও দুই বিধায়কের মৃত্যুতে দুটি আসনে উপনির্বাচন প্রয়োজন। ওই দুই কেন্দ্রে বিধায়ক ছিলেন এম করুণানিধি এবং এআইএডিএমকে-র একে বসু। অগাস্ট মাসেই দুজনের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনের তরফে তামিলনাড়ুর উপনির্বাচনের দিন এখনও ঘোষণা করা হয়নি। উপনির্বাচন হলে রাজ্যের ২০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এমএনএম। ইতিমধ্যেই ২০টি বিধানসভা কেন্দ্রে প্রায় আশি শতাংশ প্রার্থী নিয়োগ করা হয়েছে বলেও জানিয়ে দেন কমল হাসান।