বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

খুব তাড়াতাড়ি আসছে নতুন ১০০ টাকার নোট। আর এই নোট দেখতে হবে হুবহু 'মহাত্মা গান্ধী-২০০৫' সিরিজের মতোই। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আজ জানানো হয়েছে, "খুব অল্প সময়ের মধ্যেই মহাত্মা গান্ধী-২০০৫ সিরিজের ১০০ টাকার নোট ছাপানো হবে। দুই দিকের নাম্বার প্যানেলেই ইনসেট অক্ষরে R লেখা থাকবে। এবং বর্তমান গভর্নর উর্জিত প্যাটেলের সই থাকবে নতুন এই নোটে"।

Updated By: Feb 3, 2017, 09:22 PM IST
বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

ওয়েব ডেস্ক: খুব তাড়াতাড়ি আসছে নতুন ১০০ টাকার নোট। আর এই নোট দেখতে হবে হুবহু 'মহাত্মা গান্ধী-২০০৫' সিরিজের মতোই। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আজ জানানো হয়েছে, "খুব অল্প সময়ের মধ্যেই মহাত্মা গান্ধী-২০০৫ সিরিজের ১০০ টাকার নোট ছাপানো হবে। দুই দিকের নাম্বার প্যানেলেই ইনসেট অক্ষরে R লেখা থাকবে। এবং বর্তমান গভর্নর উর্জিত প্যাটেলের সই থাকবে নতুন এই নোটে"।

আরও পড়ুন- AAP-এর তহবিলে উদ্বৃত্ত অর্থ নিয়ে রিপোর্ট আয়কর দফতরের!

শীর্ষ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে যে, নোটের উল্টো পিঠে '2017' সালের উল্লেখ থাকবে। নোটের উপর ছাপা সংখ্যাগুলি ক্রমশ (বামদিক থেকে ডান দিকে) বড় আকারে থাকবে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানানো হয়েছে, বর্তমানে বাজারে চালু সব রকমের আসল ১০০ টাকার নোটও বহাল থাকবে।

আরও পড়ুন- শীঘ্রই সপ্তাহে টাকা তোলার উর্ধ্বসীমা তুলে নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক: শক্তিকান্ত দাস

.