দিল্লিতে রাবণদহন অনুশষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সোনিয়া

পঞ্জিকার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, নবমীর বিকেলেই দশমী তিথি পড়ে গেছে।  কাল বিকেলে রাবণদহন হলে তা হবে একাদশীতে। সেকারণে তিথি ও প্রথা মেনে আজই দিল্লিতে পালিত হল রাবণদহন। সুভাষ ময়দানে রাবণদহন কর্মসূচিতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রাবণদহন হয় রামলীলা ময়দানেও। উত্তর ভারতের একাধিক শহরে আজ প্রথা মেনে রাবণের মূর্তিতে আগুন লাগিয়ে অশুভ ও অমঙ্গলের বিনাশ কামনা করলেন মানুষ।

Updated By: Oct 13, 2013, 10:11 PM IST

পঞ্জিকার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, নবমীর বিকেলেই দশমী তিথি পড়ে গেছে।  কাল বিকেলে রাবণদহন হলে তা হবে একাদশীতে। সেকারণে তিথি ও প্রথা মেনে আজই দিল্লিতে পালিত হল রাবণদহন। সুভাষ ময়দানে রাবণদহন কর্মসূচিতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রাবণদহন হয় রামলীলা ময়দানেও। উত্তর ভারতের একাধিক শহরে আজ প্রথা মেনে রাবণের মূর্তিতে আগুন লাগিয়ে অশুভ ও অমঙ্গলের বিনাশ কামনা করলেন মানুষ।
পূর্বে যখন উৎসবের নবমী উত্তর তখন রাবণ বদ করে আনন্দে মতে ওঠার প্রস্তুতি নিচ্ছে। এদিন বিকেলে আলোর রোশনাই দিল্লির আকাশে। আজ দশেরা। অশুভকে বদ করে দেবতার জয়ের উৎসবের দিন। রামের অযোধ্যায় ফিরে আসার উৎসব। আলোয় মাতল রাজধানী। আর তাই দেখলেন রাজনেতারা।

.