মোদীতেই প্রধানমন্ত্রীকে দেখছেন জেঠমালানি
হয়ত ভারতীয় জনতা পার্টির অন্দরের তাবড়রাও এমনটা কল্পনা করতে পারেননি। গুজরাট মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী করার পক্ষে জোড়াল সওয়াল করলেন খোদ রাম জেঠমালানি।
হয়ত ভারতীয় জনতা পার্টির অন্দরের তাবড়রাও এমনটা কল্পনা করতে পারেননি। গুজরাট মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী করার পক্ষে জোড়াল সওয়াল করলেন খোদ রাম জেঠমালানি।
বিজেপি সভাপতি নিতিন গড়করিকে লেখা একটি চিঠিতে প্রবীণ এই আইনজীবী দলকে ২০১৪-র লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, এতে ভোটদাতাদের কাছে একটা স্পষ্ট বার্তা পৌঁছবে। রাজ্যসভার সাংসদ রাম জেঠমালানি লিখেছেন, "আমার মনে হয় না এটা কোনও কঠিন বিষয়... নরেন্দ্র মোদীর সততা ও প্রশাসনিক দক্ষতার নিরিখে আমার মতে তিনিই যোগ্য প্রার্থী।"
দীর্ঘদিন ধরে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ধোঁয়াশা দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। যার জেরে অনেকেই গড়করি, মোদী, সুষমা স্বরাজ এমনকি নিতিশ কুমারকেও দৌড়ে এগিয়ে রেখেছেন। এদিনের চিঠিতে জেঠমালানি সুরাজকুন্ড সম্মেলনে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন। জাতীয় কার্যনির্বাহী স্তরের এই সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও তিনি জানিয়েছিলেন।
মোদীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি গুজরাট রূপকারকে রজনৈতিক কূটকৌশলের শিকার বলে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, মোদীকে বারবার সংখ্যালঘু বিরোধী হিসাবে তুলে ধরার অভিসন্ধি চালানো হয়েছে। সেইসঙ্গে, পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভবিষ্যত সুরক্ষার দিকেও প্রত্যেকটি রাজনৈতিক দলের আলোকপাত করা উচিত বলে মন্তব্য করেন বিজেপি নেতা।