সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে বার্তা ভারতের

সার্ক সম্মেলনে যোগ দিতে দিয়ে ইসলামাবাদে বসে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে নাম না করেই তাদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। গতকালই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছিলেন, "কাশ্মীর সমস্যা বর্তমানে শুধু ভারতের বিষয় নয়। অগ্নিগর্ভ কাশ্মীরে বর্তমানে স্বাধীনতার ঢেউ উঠেছে।"

Updated By: Aug 4, 2016, 05:08 PM IST
সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে বার্তা ভারতের

ওয়েব ডেস্ক : সার্ক সম্মেলনে যোগ দিতে দিয়ে ইসলামাবাদে বসে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে নাম না করেই তাদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। গতকালই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছিলেন, "কাশ্মীর সমস্যা বর্তমানে শুধু ভারতের বিষয় নয়। অগ্নিগর্ভ কাশ্মীরে বর্তমানে স্বাধীনতার ঢেউ উঠেছে।"

আরও পড়ুন- পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে SAARC মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুতে কোন তাস খেলতে চলেছেন রাজনাথ?

পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্ররিপ্রেক্ষিতে সম্মেলনে রাজনাথ সিং সাফ জানিয়ে দেন, "সন্ত্রাসবাদকে যেমন পৃথিবী থেকে বন্ধ করতে হবে, তেমনই, সন্ত্রাসবাদে মদত দেওয়া দেশগুলির বিরুদ্ধেও একইরকম ভাবে ব্যবস্থা নেওয়া উচিত।" পাশাপাশি তাঁর আরও বক্তব্য, সন্ত্রাসবাদকে যেমন সমর্থন করা যাবে না, তেমনই সন্ত্রাসবাদীদেরও হিরো বানিয়ে দেখানো যাবে না।

কাশ্মীর প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরেই সার্ক বৈঠক থেকে সময়ের অনেকটা আগেই ভারতে ফিরে আসেন রাজনাথ সিং। এদিকে, সন্ত্রীসবাদ নিয়ে বক্তব্য রাখার সময় রাজনাথ সিংয়ের ভাষণের ভিডিও ফুটেজ সম্প্রচার বন্ধ করে দিল পাকিস্তান।

.