কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য হুরিয়তকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য হুরিয়তকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর অভিযোগ , হুরিয়ত নেতারা কাশ্মীরিয়ত্‍, ইনসানিয়ত্‍ ও জামুরিয়তে বিশ্বাস করে না। এই উর্দু তিনটি শব্দের একযোগে প্রথম ব্যবহার করেন অটল বিহারী বাজপেয়ী। এর অর্থ কাশ্মীরত্ব, মানবতা এবং গণতন্ত্র। কিন্তু, হুরিয়তের বিরুদ্ধে কেন এমন কড়া বাক্যপ্রয়োগ করলেন রাজনাথ?

Updated By: Sep 5, 2016, 04:16 PM IST
কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য হুরিয়তকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ওয়েব ডেস্ক: কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য হুরিয়তকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর অভিযোগ , হুরিয়ত নেতারা কাশ্মীরিয়ত্‍, ইনসানিয়ত্‍ ও জামুরিয়তে বিশ্বাস করে না। এই উর্দু তিনটি শব্দের একযোগে প্রথম ব্যবহার করেন অটল বিহারী বাজপেয়ী। এর অর্থ কাশ্মীরত্ব, মানবতা এবং গণতন্ত্র। কিন্তু, হুরিয়তের বিরুদ্ধে কেন এমন কড়া বাক্যপ্রয়োগ করলেন রাজনাথ?

আরও পড়ুন জল মানে জীবন হলে সলিলের আবার মৃত্যু হয় নাকি!

তা নিয়ে চলছে জল্পনা। রবিবার উপত্যকায় শান্তির সূত্র খুঁজতে যায় সর্বদল প্রতিনিধিদল। কিন্তু, হুরিয়ত নেতারা কোনওরকম আলোচনায় বসতেই রাজি হননি। সব রাজনৈতিক দলের প্রতিনিধিকেই ফিরিয়ে দেন তাঁরা। এই অসহযোগিতাতেই চটেছেন রাজনাথ।

আরও পড়ুন  কূলের ভূষণ কতটা রাখছেন শ্রুতি!

.