জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে বৈঠক করলেন মোদী
জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক ছেদের ঘোষণা করেছে ব্রিটেন। তারপর ব্রিটেনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, বৈঠকে সেই আলোচনাই প্রাধান্য পায় এই বৈঠকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম মোদীর সঙ্গে বৈঠক করলেন টেরেসা মে।
ওয়েব ডেস্ক: জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক ছেদের ঘোষণা করেছে ব্রিটেন। তারপর ব্রিটেনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, বৈঠকে সেই আলোচনাই প্রাধান্য পায় এই বৈঠকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম মোদীর সঙ্গে বৈঠক করলেন টেরেসা মে।
আরও পড়ুন জল মানে জীবন হলে সলিলের আবার মৃত্যু হয় নাকি!
এর আগে জি টোয়েন্টি সম্মেলনে কর ফাঁকির স্বর্গরাজ্যগুলির বিরুদ্ধে কড়া বার্তা দেন মোদী। তিনি বলেন, আর্থিক শৃঙ্খলা আনতে কর ফাঁকি বন্ধ ও কালো টাকা উদ্ধার জরুরি।এই বিষয়েও কথা হয় দুজনের।
আরও পড়ুন কূলের ভূষণ কতটা রাখছেন শ্রুতি!