মেঘভাঙা বৃষ্টিতে এবার বিপর্যস্ত হিমাচল প্রদেশ

উত্তরাখণ্ডের পর মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ধসের কারণে গতকাল থেকে বন্ধ মানালি- লেহ হাইওয়ে। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা মেরামতির কাজ করছে বর্ডার রোড অরগানাইজেশন।

Updated By: Sep 16, 2012, 04:41 PM IST

উত্তরাখণ্ডের পর মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ধসের কারণে গতকাল থেকে বন্ধ মানালি- লেহ হাইওয়ে। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা মেরামতির কাজ করছে বর্ডার রোড অরগানাইজেশন।
কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপযস্ত উত্তরভারতের বিভিন্ন পাহাড়ি এলাকা। উত্তরাখণ্ডের মতো হিমাচল প্রদেশেও শুক্রবার রাতের মেঘভাঙা বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। মানালি-লেহ হাইওয়ের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। আটকে পড়েছে বহু যানবাহন। সিমলা-মানালির মধ্যেও ধস নেমেছে। রসদ বোঝাই ট্রাক আটকে থাকায় সমস্যা দেখা দিয়েছে।
ক`দিন আগেই মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরাখণ্ড। বৃষ্টি, ধস আর হড়কা বানে এপর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছিল। নিখোঁজ অন্তত ৩৫ জনেরও বেশি মানুষ। বৃহস্পতিবার রাত থেকে পরের পর মেঘ ভাঙে উত্তরাখণ্ডে। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল রুদ্রপ্রয়াগ।
 
 
শনিবার থেকে যুদ্ধকালীন তত্‍‍‍‍‍পরতায় রাস্তা থেকে ধস সরানোর কাজ করেছেন বর্ডার রোড অরগানাইজেশনের কর্মীরা।  ধসের কারণে সিমলা সহ বিভিন্ন পাহাড়ি শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

.