গ্রিন করিডর করে রাজ্যে পৌঁছবে ‘Oxygen Express’: Piyush Goyal
যত দ্রুত সম্ভব দেশে অক্সিজেনের চাহিদা পূরণ করার চেষ্টা করা হবে।
নিজস্ব প্রতিবেদন::করোনা আবহে ভয়াবহ পরিস্থিতি দেশে। যে হারে সংক্রমণ বাড়ছে, তা নিঃসন্দেহে আশঙ্কা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে , হাসপাতালে বেড- অক্সিজেনের অভাবে বড় সংকট দেখা দিয়েছে। সেই তালিকায় রয়েছে, মহারাষ্ট্র, দিল্লি। মহারাষ্ট্রের পরিস্থিতি সামাল দিতে সেনার সাহায্যও চেয়েছে উদ্ধব ঠকরে।
এহেন পরিস্থিতিতে গ্রিন করিডর করে রাজ্য গুলিকে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন রাজ্যগুলিতে অক্সিজেন সংকট দূর করতে গ্রিন করিডর তৈরি করছে রেলওয়ে। যত দ্রুত সম্ভব দেশে অক্সিজেনের চাহিদা পূরণ করার চেষ্টা করা হবে।
প্রসঙ্গত, রাজ্যে রাজ্যে পৌঁছে যাবে ‘Oxygen Express’। যাতে থাকবে liquid medical oxygen (LMO) এবং oxygen cylinders।
রেল মন্ত্রক থেকে জানান হয়েছে, "খালি ট্যাঙ্কারগুলি মুম্বইয়ের আশেপাশে কালাম্বলি এবং বোইসর রেল স্টেশন থেকে নেওয়া হবে এবং liquid medical oxygen ট্যাঙ্কার লোড করার জন্য ভাইজাগ এবং জামশেদপুর, রাউরকেলা এবং বোকারোতে পাঠানো হবে।"
অন্যদিকে, করোনা আবহে রাজনীতি করছেন উদ্ধব ঠাকরে, এমনই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কারণ, অক্সিজেন সিলিন্ডারের আকাল নিয়ে মোদীকে ফোন করে পাননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কারণ, তার অভিযোগ, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। এই অভিযোগ করার পরই, রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। সেই প্রসঙ্গে উদ্ধব ঠাকরে নোংরা রাজনীতি করছেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। উদ্ধব ঠাকরে অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে তাঁকে জানানো হয় রাজধানীর বাইরে আছেন প্রধানমন্ত্রী।
তিনি টুইট বার্তায় একটি ভিডিও প্রকাশ করে লেখেন, 'কেন্দ্রীয় সরকার বর্তমানে সর্বোচ্চ ক্ষমতা সহকারে ১১০ শতাংশ অক্সিজেন উত্পাদন করছে। বাণিজ্যিক ব্যবহারের জন্য বরাদ্দ অক্সিজেনও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। তাঁর উদ্ধব ঠাকরে এই রাজনীত বন্ধ করে দায়িত্ব পালন করা উচিত।'
তাঁর কথায়, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। কেন্দ্র, সমস্ত রাজ্যের সঙ্গে পর্যাপ্ত যোগাযোগ রেখেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন উদ্ধব ঠাকরেকে প্রর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।