Railway Recruitment 2021: পরীক্ষা ছাড়াই ২২০০ পদে নিয়োগ, চাকরিপ্রার্থীদের জন্য় সুবর্ণ সুযোগ

আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর। 

Updated By: Oct 22, 2021, 06:42 PM IST
Railway Recruitment 2021: পরীক্ষা ছাড়াই ২২০০ পদে নিয়োগ, চাকরিপ্রার্থীদের জন্য় সুবর্ণ সুযোগ

নিজস্ব প্রতিবেদন : অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল। কোনও পরীক্ষা ছাড়াই শুধু আবেদনের ভিত্তিতে হবে নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা ২২০৬টি।  

পূর্ব রেলের RRC এক বিজ্ঞপ্তি জারি করে দানাপুর ডিভিশন, ধানবাদ ডিভিশন, সমস্তিপুর ডিভিশন, পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় ডিভিশন, সোনপুর ডিভিশন সহ বিভিন্ন ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা জানিয়েছে। এর জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে rrcecr.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে। আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর। 

আবেদনের পর তৈরি হবে মেরিট লিস্ট। আবেদন করার জন্য দশম শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বর ও ITI-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট। থাকতে হবে ITI-এর শংসাপত্র। আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৪। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য় ছাড় রয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.