Tripura: ফের আক্রান্ত তৃণমূল, আহত সাংসদ সুস্মিতা দেব
গতকাল থেকে ত্রিপুরায় শুরু হয়েছে তৃণমূলের প্রচার কর্মসূচি।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় আবার আক্রান্ত তৃণমূল (TMC)। এবার সরাসরি আক্রমন তৃণমূল নেত্রী এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের (Susmita Deb) উপর। তাঁর গাড়ি ভাঙচুর এবং ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
গতকাল থেকে ত্রিপুরায় শুরু হয়েছে তৃণমূলের প্রচার কর্মসূচি। এই করমসূচি চলবে ৩১ অক্টবর অবধি। এই প্রচারেই ভাঙচুর করা হয় তৃণমূলের গাড়িতে। তৃণমূলের তরফে মূলত বলা হচ্ছে যে পুরভোটের প্রচারে ত্রিপুরার তিন দিকে তিনটি দল প্রচারে বেরিয়েছে। এর মধ্যে সুস্মিতা দেবের নেতৃত্বে পশ্চিম ত্রিপুরায় চলছে "ত্রিপুরার জন্য তৃণমূল" প্রচার। আমতলি বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সুস্মিতা দেব নিজে আহত হয়েছেন। এই হামলার পরে শুধু গাড়ি ভাঙচুরই নয় সুস্মিতা দেবের ব্যাগ ছিনতাই করা হয় এবং সুস্মিতা দেবের ডান হাতে চোট লাগে।
People of #Tripura will give a befitting response to this BARBARIC ATTACK!
Police must immediately stop acting as mere spectators. This collapse of law and order is unacceptable. WE DEMAND JUSTICE!#ShameOnBJP pic.twitter.com/700tdmRBM8
— AITC Tripura (@AITC4Tripura) October 22, 2021
তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, "আমরা আমতলি বাজারে এসেছিলাম আমাদের গাড়ি নিয়ে। আমরা এখানে দোকানদারদের সাথে কথা বলছিলাম। হঠাতই মাথায় তিলক লাগিয়ে তিন চার জন আমাদের গাড়ি ভেঙে কর্মীদের মেরে আমার ব্যাগ কেড়ে ধাক্কা ধাক্কি করে। ওদের কোনও লজ্জা নেই। মুখ না ঢেকে সকলের মারামারি করছে পুলিসের সামনে। এতে প্রমান হল যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার হবে নাহলে আমাদের উপর আক্রমন কেন হল"।
আরও পড়ুন: TMC-র নতুন জাতীয় সহ সভাপতি, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রি লুইজিনহো ফালেইরো
তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, "আমরা এই ঘটনার কড়া নিন্দা করছি। আমাদের শীর্ষ নেতৃত্ব ঘটনার উপরে নজর রাখছেন। যেভাবে এই হামলার ঘটনা ঘটল তাতে এটা প্রমান হয়ে যাচ্ছে যে বিজেপি সরকার ভয় পেয়ে হামলা, মামলা ইত্যাদির চেষ্টা করছে। সবথেকে লজ্জার ঘটনা এই যে যেখানে তৃণমূল সব নিয়ম মেনে একটি কর্মসূচি পালন করছে সেখানে যখন সাংসদের উপরে হামলা হয়, ছিনতাই হয় তখন বোঝা যায় সেখানে জঙ্গলের রাজত্ব চলছে। অন্যদিকে কাটোয়ায় দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের সামনেই তাদের দুই গোষ্ঠী মারামারি করছে। তারা একটি অরাজক, বিশৃঙ্খল এবং জোকার পার্টি। এদের সঙ্গে মানুষের কোন যোগাযোগ নেই। এরা দেশ বেচার পার্টি। মানুশ এদের দেখছেন। যত দিন যাচ্ছে তত জন বিচ্ছিন্ন হচ্ছেন"।
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই ঘটনায় জানিয়েছেন, "ত্রিপুরা পশ্চিমবঙ্গকে দেখে শিখছে। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘতনা গত দশ বছরে প্রতিনিয়ত ঘটে। বিজেপির প্রচার গাড়ী, ক্যান্ডিডেট, সবার উপরে আক্রমন হয়েছে। শুধুমাত্র দিলীপ ঘোষের গাড়ির উপরেই ১৮ বার আক্রমন করা হয়েছে। এমন কোনও নেতা নেই যার উপরে আক্রমন হয়নি। কিন্তু কোনটাই গনতন্ত্রের জন্য ভালো নয়"।
ঘটনার পরে আমতলি থানায় যান সুস্মিতা দেব। সেখানে অভিযোগ দায়ের করেন তারা। এই ঘটনার পরেও তৃণমূলের প্রচার থামবে না বলেই খবর পাওয়া যাচ্ছে।