Coromandel Express Accident: কীভাবে দুর্ঘটনা করমণ্ডল এক্সপ্রেসে? সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের.

 মালগাড়ির ধাক্কায় বেলাইন করমণ্ডল এক্সপ্রেস! মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই।

Updated By: Jun 4, 2023, 07:34 PM IST
Coromandel Express Accident: কীভাবে দুর্ঘটনা করমণ্ডল এক্সপ্রেসে? সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের.

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনায়। মালগাড়ির ধাক্কায় বেলাইন করমণ্ডল এক্সপ্রেস! কীভাবে? 'সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড', জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেল সূত্রে খবর, ঘড়িতে তখন ৩টে ১৫ মিনিট। শুক্রবার নির্দিষ্ট সময়েই হাওড়ার শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। গন্তব্য, চেন্নাই। এরপর সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের হানগা বাজারের দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। কীভাবে? মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল। কোনওমতে রক্ষা পায় ৩ বগি! 

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 'যে পরিস্থিতিতে এই  দুর্ঘটনা ঘটেছে এবং প্রশাসনিকভাবে যে তথ্য পাওয়া গিয়েছে, সেটা মাথায় রেখে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড'। শুধু তাই নয়, দ্রুত যাতে সিবিআই তদন্ত শুরু হয়, সেদিকেও নজর দেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি।

এর আগে, এদিন রেল বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, 'ওভার স্পিডিংয়ের কোনও ব্যাপার ছিল না। সিগন্যালও গ্রিন ছিল। সোজা যাওয়ার কথা ছিল। কোনও কারণবশত.... যে কারণটা তদন্ত করে দেখা হচ্ছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত করছেন। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 

.