অন্তরাত্মার ডাকে নয়, ছেলের আপত্তিতেই প্রধানমন্ত্রী হননি সোনিয়া, বিস্ফোরক নটবর সিং

অন্তরাত্মার ডাকে নয়। ছেলে রাহুলের আপত্তিতেই নাকি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেননি সোনিয়া গান্ধী। আত্মজীবনী প্রকাশের আগে বিস্ফোরক সাক্ষাত্‍কারে এমনটাই দাবি প্রাক্তন বিদেশ মন্ত্রী নটবর সিংয়ের। ইউপিএ-শাসনে সোনিয়া গান্ধীই আড়াল থেকে সরকার চালাতেন বলে সম্প্রতি দাবি করেছিলেন  মনমোহন সিংয়ের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু। সেই অভিযোগের সমর্থনেও মুখ খোলেন ইউপিএ জমানার প্রাক্তন বিদেশ মন্ত্রী।কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে নটবর সিংয়ের আত্মজীবনী ওয়ান লাইফ ইজ নট এনাফ। বই প্রকাশের আগেই বোমাটা ফাটালেন ইউপিএ-র প্রাক্তন বিদেশমন্ত্রী।

Updated By: Jul 31, 2014, 08:43 AM IST
অন্তরাত্মার ডাকে নয়, ছেলের আপত্তিতেই প্রধানমন্ত্রী হননি সোনিয়া, বিস্ফোরক নটবর সিং

নতুন দিল্লি: অন্তরাত্মার ডাকে নয়। ছেলে রাহুলের আপত্তিতেই নাকি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেননি সোনিয়া গান্ধী। আত্মজীবনী প্রকাশের আগে বিস্ফোরক সাক্ষাত্‍কারে এমনটাই দাবি প্রাক্তন বিদেশ মন্ত্রী নটবর সিংয়ের। ইউপিএ-শাসনে সোনিয়া গান্ধীই আড়াল থেকে সরকার চালাতেন বলে সম্প্রতি দাবি করেছিলেন  মনমোহন সিংয়ের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু। সেই অভিযোগের সমর্থনেও মুখ খোলেন ইউপিএ জমানার প্রাক্তন বিদেশ মন্ত্রী।কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে নটবর সিংয়ের আত্মজীবনী ওয়ান লাইফ ইজ নট এনাফ। বই প্রকাশের আগেই বোমাটা ফাটালেন ইউপিএ-র প্রাক্তন বিদেশমন্ত্রী।

বুধবার এক সাক্ষাত্‍কারে নটবর সিং দাবি করলেন, অন্তরাত্মার ডাকে নয়। ছেলে রাহুলের চাপেই দুহাজার চারে প্রধানমন্ত্রী হননি সোনিয়া গান্ধী। কারণ, রাহুলের ভয় ছিল প্রধানমন্ত্রী হলে বাবা- ঠাকুমার মতোই মরতে হবে তাঁর মাকে।

রাহুলের আপত্তি নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তড়িঘড়ি এক রুদ্ধদ্বার বৈঠকও ডাকে। সুমন দুবে, মনমোহন সিং ও প্রিয়াঙ্কা গান্ধী সেই বৈঠকে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন নটবর সিং।
লোকসভা ভোটের আগে মনমোহন সিংয়ের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর বই কংগ্রেসকে সমস্যায় ফেলেছিল। মনমোহন সিংকে সামনে রেখে সোনিয়া গান্ধীই আসলে সরকার চালাতেন বলে অভিযোগ তুলেছিলেন সঞ্জয় বারু। সেই একই সুরে বুধবার নটবর সিং দাবি করেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন পিএমও-র গুরুত্বপূর্ণ সব ফাইলই সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হতো।

নটবর সিংয়ের  যাবতীয় দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে কংগ্রেস।

নিজের বইয়ের কাটতি বাড়াতেই নটবর সিং এসব কথা বলছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন। তবে আপাতত কংগ্রেসের বিরুদ্ধে নটবরের দাবিকেই হাতিয়ার করেছে বিজেপি।

দুহাজার পাঁচে ইরাকে খাদ্যের বিনিময়ে তেল সংক্রান্ত দুর্নীতির নজেরে নটবর সিংকে বিদেশমন্ত্রীর পদ খোয়াতে হয়েছিল। একসময় গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নটবর এরপর দু-হাজার আটে কংগ্রেস ছাড়েন।
বুধবার নটবর সিং দাবি করেন, তাঁর বই থেকে নির্দিষ্ট কিছু অংশ বাদ দেওয়ার অনুরোধ জানাতে গত সাতই মে তাঁর সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু, সত্য যাতে সামনে আসে সে জন্য কোনও অবস্থাতেই পাণ্ডুলিপি পরিমার্জনে রাজি হননি তিনি।

 

.