দিল্লির সরকার গড়তে আপকে সমর্থনের কথা ভাবছে কংগ্রেস: রাহুল গান্ধী
Congress is giving support to AAP
ফল বেরোনোর পর কেটে গেছে পাঁচ দিন। কিন্তু দিল্লিতে সরকার গড়া নিয়ে অচলাবস্থা অব্যাহত। সব দলই চাইছে বিরোধী আসনে বসতে। বৃহস্পতিবার বিজেপির নবনির্বাচিত পরিষদীয় দলনেতা হর্ষবর্ধনকে ডেকে পাঠান দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। হর্ষবর্ধন জানিয়ে দেন বিধানসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাঁরা বিরোধী আসনেই বসবেন। বিজেপি রাজি না হওয়ায় দ্বিতীয় পছন্দ আম আদমি পার্টি। শনিবার তাদের দেখা করার কথা লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে। কাল রাহুল গান্ধী জানিয়েছেন, আম আদমি পার্টিকে সমর্থন করার ব্যাপারে ভাবনাচিন্তা করছে কংগ্রেস।
আম আদমিকে সমর্থনে রাহুল বলেন, "এটা নিয়ে ভাবনাচিন্তা হচ্ছে।" এরআগে দিল্লি বিধানসভা নির্বাচনে ফলাফল ত্রিশঙ্কু হওয়ার পর আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সাফ জানিয়েদ দেন, বিজেপি বা কংগ্রেস কারোর সঙ্গেই যেতে রাজি নয় তাঁর দল। সরকার গড়তেও রাজি নয় তাঁরা। জনরায়ের নির্দেশ মেনে বিরোধী আসনেই বসতে চায় তাঁরা।
অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হরিষ বর্ধন গতকাল দিল্লি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করেন। রাজধানীতে সরকার গঠন আলোচনা হয় দু`জনের মধ্যে। ভারতীয় জনতা পার্টি সরকার গোড়তে রাজি নয়, সেকথা জানিয়েচদেন বর্ধন। ফলে দিল্লিতে সরকার গড়া নিয়ে বল এখন আপের কোটে।