আজ থেকে ত্রিপুরায় বসছে সিপিআইএম পলিটব্যুরো বৈঠক

The CPI(M)`s strategy for next year`s Lok Sabha elections would be drawn up at the party`s politburo and Central Committee meeting to be held here from December 13,party sources said today. The three-day central committee meeting would begin here on Friday followed by the politburo meeting.

Updated By: Dec 13, 2013, 10:46 AM IST

এই প্রথম ত্রিপুরায় বসছে সিপিআইএম পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠক। আজ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আগরতলার ভগত্ সিং যুব আবাসে ওই বৈঠক হবে। পাঁচ রাজ্যের ভোটের ফলাফল পর্যালোচনা, লোকসভা ভোটের রণনীতি নির্ধারণ এবং দলের প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

এরপর পনেরোই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে সিপিআইএমের সমাবেশ কর্মসূচি রয়েছে। যোগ দেবেন সীতারাম ইয়েচুরি, অচ্যুতানন্দন, বুদ্ধদেব ভট্টাচার্য-সহ সিপিআইএমের শীর্ষ নেতারা। এই বৈঠক এবং সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা আগরতলা সেজে উঠেছে লাল পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড, তোরণদ্বারে।

.