কৃষকদের জমি কেড়ে নিয়ে মেক ইন ইন্ডিয়ার নামে টেক ইন ইন্ডিয়া শুরু করতে চাইছেন মোদী , কটাক্ষ রাহুলের

স্যুট-বুটের সরকারের পর এ বার টেক ইন ইন্ডিয়া। জমি বিলে পিছু হঠায় আজ প্রধানমন্ত্রীকে এ ভাবেই কটাক্ষ করলেন রাহুল গান্ধী। কৃষকদের জমি কেড়ে নিয়ে মেক ইন ইন্ডিয়ার নামে মোদী টেক ইন ইন্ডিয়া শুরু করতে চাইছেন বলে মন্তব্য করেন তিনি।  কেন্দ্রের লাইনে জমি বিল পাস করাতে চাইলে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক দিয়েছেন রাহুল।

Updated By: Sep 20, 2015, 10:22 PM IST
কৃষকদের জমি কেড়ে নিয়ে মেক ইন ইন্ডিয়ার নামে টেক ইন ইন্ডিয়া শুরু করতে চাইছেন মোদী , কটাক্ষ রাহুলের

ব্যুরো: স্যুট-বুটের সরকারের পর এ বার টেক ইন ইন্ডিয়া। জমি বিলে পিছু হঠায় আজ প্রধানমন্ত্রীকে এ ভাবেই কটাক্ষ করলেন রাহুল গান্ধী। কৃষকদের জমি কেড়ে নিয়ে মেক ইন ইন্ডিয়ার নামে মোদী টেক ইন ইন্ডিয়া শুরু করতে চাইছেন বলে মন্তব্য করেন তিনি।  কেন্দ্রের লাইনে জমি বিল পাস করাতে চাইলে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক দিয়েছেন রাহুল।

গত এপ্রিলে জমি অর্ডিন্যান্সের বিরুদ্ধে রামলীলা ময়দানে সভা করেন রাহুল গান্ধী। পাঁচ মাস পর রবিবার সেই রামলীলাতেই বিজয় দিবস পালন করল কংগ্রেস।

সংসদে সংশোধিত জমি বিল পাস করাতে না পেরে রাজ্যগুলির হাতেই নতুন আইন তৈরির ভার দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের আনা অর্ডিন্যান্স অনুযায়ী বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা বিধানসভায় নতুন জমি বিল পেশের প্রস্তুতি নিচ্ছেন। তার বিরুদ্ধেই এ বার সেকেন্ড রাউন্ড লড়াইয়ের ডাক দিলেন রাহুল।

জমি বিলে মোদীর পিছু হঠা, বিহার ভোটের আগে কংগ্রেসের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। তাই, সোনিয়া-রাহুলের কৃষক সভার পর জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি বিজেপি। এ দিন রামলীলায় মা-ছেলে দুজনেরই আক্রমণের লক্ষ্য ছিলেন প্রধানমন্ত্রী।

রবিবারের কৃষক সভায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তনওয়ারের অনুগামীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

.