সুষমাকে ধন্যবাদ জানালেও সংকীর্ণ রাজনীতির বৃত্ত থেকে বেরোতে পারলেন না রাহুল

Updated By: Sep 24, 2017, 12:03 PM IST
সুষমাকে ধন্যবাদ জানালেও সংকীর্ণ রাজনীতির বৃত্ত থেকে বেরোতে পারলেন না রাহুল

ওয়েব ডেস্ক: রাষ্ট্রসংঘে পাকিস্তানের সমালোচনা করায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসি সরকারের উন্নয়নের ধারাকে স্বীকৃতি দেওয়ায় টুইটারে পোস্টে সুষমাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

রবিবার সকালে টুইটারে রাহুল লেখেন, আইআইটি ও আইআইএম নিয়ে কংগ্রেসের দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দেওয়ায় আপনাকে ধন্যবাদ। রাহুলের এই মন্তব্যকে রাজনৈতিক কটাক্ষ বলে মনে করছেন অনেকে। 

আরও পড়ুন - রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা করলেন সুষমা স্বরাজ, দেখে নিন ১০টি পয়েন্ট

শনিবার নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় সুষমা স্বরাজ পাকিস্তানকে একহাত নেন। নাম করে পাকিস্তান ও পাকিস্তানি প্রধানমন্ত্রীকে আয়না দেখান ভারতের বিদেশমন্ত্রী। বলেন, ভারত বিশ্বকে গবেষক, চিকিত্সক দিয়েছে, পাকিস্তান দিয়েছে সন্ত্রাসবাদ। বলেন, একসঙ্গে স্বাধীন হলেও গত ৭০ বছরে ভারত কোথায় এগিয়ে গিয়েছে আর কোথায় পড়ে রয়েছে পাকিস্তান।  

.