হিন্দু ধর্মগুরুরা দৃষ্টিভঙ্গি না বদলালে বৌদ্ধধর্ম গ্রহণ করবেন দলিতরা, হুঁশিয়ারি মায়াবতীর
Updated By: Sep 24, 2017, 12:14 PM IST
ওয়েব ডেস্ক: মোদীর দুর্গ ভদোদরায় গিয়ে মোদীর বিরুদ্ধে তুমুল আক্রমণ শানালেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী। তাঁর অভিযোগ, ভোটের রাজনীতির জন্য বাবাসাহেব আম্মেদকরের নাম ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বিজেপি যতই দলিত বা তপশিলি জাতির প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদে বসাক, আসলে বিজেপির রাজ্যত্বে দলিতরা ক্রীতদাস হয়েই থাকবেন।
আরও পড়ুন - দুর্গাকে নিয়ে আপত্তিকর পোস্ট, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
মায়াবতীর হুঁশিয়ারি, হিন্দু ধর্মীয় নেতারা দলিতদের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি না বদলালে দলিতরা বৌদ্ধধর্ম গ্রহণ করবেন। তাঁর দাবি, বিজেপি কোনও দলিতকে দলের শীর্ষপদে বসালে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী করলেও সে আরএসএসের ক্রীতদাস হয়েই থাকবে।