ইউরোপ থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন রাহুল গান্ধী
কাজের চাপ থেকে ছুটি নিয়ে মাঝেমাঝেই 'অন্তর্ধানে' যান রাহুল। তবে অন্যবারের মত এবার না জানিয়ে ছুটিতে যাননি।
ওয়েব ডেস্ক: ২০১৪-এর বিপর্যয় ২০১৫-তে এসেও কাটিয়ে ওঠা হয়নি। ২০১৬ সালটা তাঁর রাজনৈতিক জীবনের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই গুরুত্বপূর্ণ বছরে ইউরোপে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। ডিসেম্বরের শেষ সপ্তাহে ছুটি কাটাতে ইউরোপে গিয়েছিলেন রাহুল। কাজের চাপ থেকে ছুটি নিয়ে মাঝেমাঝেই 'অন্তর্ধানে' যান রাহুল। তবে অন্যবারের মত এবার না জানিয়ে ছুটিতে যাননি।
এবার টুইটারে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে রাহুল জানিয়েছিলেন, তিনি ক দিনের ছুটি নিয়ে ইউরোপ যাচ্ছেন। দেশে ফিরেই রাহুলকে সামলাতে হবে দলের নানা চাপ। সামনেই পশ্চিমবঙ্গ, কেরল, অসম ও তামিলনাড়ুতে নির্বাচন। তার আগে দলকে গুছিয়ে জোরদার প্রচারে নামার সময় এখন। বিহার ও দিল্লিতে মোদী-শাহ জুটি বিশাল ধাক্কা খাওয়ার পর ২০১৬-তে রাহুলের সামনে চ্যালেঞ্জ কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তোলা।