মহাত্মা গান্ধীর ডান ও বাম পাশে মহিলারা থাকতেন, বেঁফাস রাহুল
নারী ক্ষমতায়ন নিয়ে আরএসএসকে নিশানা করলেন রাহুল গান্ধী। আর তা করতে গিয়ে বেঁফাস মন্তব্য করে বসলেন।
নিজস্ব প্রতিবেদন: নারীর ক্ষমতায়ন নিয়ে আরএসএস-বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে বেঁফাস মন্তব্য রাহুল গান্ধীর। কংগ্রেস সভাপতি বলেন, ''মহাত্মা গান্ধীর ছবিতে সবসময় ডান ও বাম দিকে মহিলাদের দেখা মেলে। কিন্তু মোহন ভাবগতের ছবি দেখুন, তিনি একলা অথবা পুরুষরা ঘিরে রয়েছে তাঁকে।''
RSS idea aimed at dis-empowering women. Does anyone know many leadership positions are with women in RSS? Zero. If you see pix of Mahatma Gandhi you'll find women on this side (right), this side (left) but if you see pix of Mohan Bhagwat, he'll be alone or surrounded by men: RG pic.twitter.com/52xSDReDLc
— ANI (@ANI) January 31, 2018
শিলংয়ে সেন্ট এডমন্ড কলেজের অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, ''মহিলাদের ক্ষমতায়নে বাধা দেয় আরএসএস। ওদের সংগঠনে কোনও মহিলা নেত্রীকে খুঁজে পাওয়া যায় না। আমাদের সমাজে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে আরএসএস নারীদের অধিকারে বিশ্বাসী নয়।''
One of the most important thing to be done in the Congress is to balance the number of men we put to fight election & the number of women. I would like to invite women to join the party in #Meghalaya so that we have more & more women to choose from: Rahul Gandhi in #Shillong pic.twitter.com/otBarDiYSI
— ANI (@ANI) January 31, 2018
বিজেপির বক্তব্য, মহিলা অধিকার নিয়ে বলতে গিয়ে মহাত্মা গান্ধীর অপমান করেছেন রাহুল। এর আগেও একাধিকবার বেঁফাস মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি। বিজেপির দাবি, তাদের জমানাতে বিদেশ ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন দুই মহিলা। স্বাধীনতার পরে এমনটা হয়নি। রাজস্থানে বিজেপির মুখ্যমন্ত্রী মহিলা।