পরিভাষায় বাজেট

বাজেট বক্তৃতা বুঝতে গেলে অর্থনীতির কিছু পরিভাষা জেনে নেওয়া নিতান্তই প্রয়োজন। আসুন, এক ঝলকে দেখে নেওয়া যাক

Updated By: Jan 31, 2018, 06:28 PM IST
পরিভাষায় বাজেট

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার সংসদে ২০১৮-১৯ সালের সাধারণ বাজেট পেশ করছেন অরুণ জেটলি। চাকরিজীবী থেকে সাধারণ ব্যবসায়ী, সবাই তাকিয়ে রয়েছেন জেটলির বন্ধ ব্রিফকেসের দিকে। তবে বাজেট বক্তৃতা বুঝতে গেলে অর্থনীতির কিছু পরিভাষা জেনে নেওয়া নিতান্তই প্রয়োজন। আসুন, এক ঝলকে দেখে নেওয়া যাক-

প্রত্যক্ষ ও পরোক্ষ কর (ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ট্যাক্স)
কোনও ব্যক্তি বা সংস্থা সরাসরি যে কর দেন তা হল প্রত্যক্ষ ট্যাক্স। কোনও পণ্য কেনার জন্য যে দাম দিতে হয় তার মধ্যেই লুকিয়ে থাকে পরোক্ষ কর।

মুদ্রাস্ফীতি (ইনফ্লেশন)
সাধারণভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলে হয়।

ক্যাপিটাল বাজেট
সরকারের মূলধন ও খরচ নিয়েই তৈরি হয় ক্যাপিটাল বাজেট। এর মধ্যে থাকে সরকারের নেওয়া ঋণ, শেয়ার ও ঋণ হিসেবে সরকারের বিনিয়োগ করা অর্থ।

রেভিনিউ বাজেট
এটি হল কর বাবদ সরকারের আয় ও ব্যয়। সরকারের কর বাবদ আয় হয় দু'ভাবে। একটি হল ট্যাক্স এবং অন্যটি হল নন ট্যাক্স। কর রাজস্ব বা ট্যাক্স রেভিনিউয়ের মধ্যে পড়ে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এক্সাইজ, কাস্টমস ডিউটি, সার্ভিস ট্যাক্স। নন ট্যাক্স রেভিনিউ হল- সাধারণ মানুষকে দেওয়া ঋণ থেকে সুদ বাবদ আয়, ডিভিডেন্ট ও বিনিয়োগ থেকে আয়।

কর ঘাটতি (রেভিনিউ ডেফিসিট)
কর বাবদ আয়ের থেকে খরচ বেশি হলে তৈরি হয় রেভিনিউ ডেফিসিট।

অারও পড়ুন-এসপ্তাহেই বিদায় নেবে শীত, আগামী সোমবার থেকে গরম পড়বে দক্ষিণবঙ্গে

বাজেট ঘাটতি (ফিসক্যাল ডেফিসিট)
খরচের থেকে আয় কম হলে যে ঘাটতির সৃষ্টি হয় সেটাই ফিসক্যাল ডেফিসিট। ওই ঘাটতি মেটাতে সরকার বাজার থেকে টাকা ধার করে।

 

.