লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির কারণ রাহুল গান্ধী নন: এ কে অ্যান্টনি

লোকসভা ভোটে  কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুল গান্ধী দায়ী নন। নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যেই রাহুল গান্ধীকে ক্লিনচিট কংগ্রেসের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির। তবে হারের কারণ কী, তা খোলসা করেননি কমিটির প্রধান এ কে অ্যান্টনি। বরং তাঁর বক্তব্য, সোনিয়া-রাহুলের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে কংগ্রেস।

Updated By: Aug 15, 2014, 09:30 PM IST
লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির কারণ রাহুল গান্ধী নন: এ কে অ্যান্টনি

নতুন দিল্লি: লোকসভা ভোটে  কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুল গান্ধী দায়ী নন। নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যেই রাহুল গান্ধীকে ক্লিনচিট কংগ্রেসের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির। তবে হারের কারণ কী, তা খোলসা করেননি কমিটির প্রধান এ কে অ্যান্টনি। বরং তাঁর বক্তব্য, সোনিয়া-রাহুলের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে কংগ্রেস।

লোকসভা ভোটে  সারা দেশে কংগ্রেসের আসন দাঁড়ায় সাকুল্যে ৪৪। স্বাধীনতার পর এত খারাপ ফল কখনও হয়নি ছ দশক শাসনক্ষমতায় থাকা কংগ্রেসের। অভূতপূর্ব বিপর্যয়ের পর  দলের অন্দরেই শুরু হয়ে যায় দোষারোপ-পাল্টা দোষারোপের পালা। খারাপ ফলের কারণ বিশ্লষণে চার সদস্যের কমিটি গড়ে কংগ্রেস হাইকমান্ড। নেতৃত্বে  প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। সেই রিপোর্টে কী আছে, তা বিশদে বলতে চাননি অ্যান্টনি। তবে সাফ জানিয়েছেন, কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুল বা সোনিয়া দায়ী নন।

হারের সম্ভাব্য কারণ হিসাবে মিডিয়ার ভূমিকাকে দুষেছে কমিটি। মোদীর তুলনায় কংগ্রেসের প্রচার কৌশলে যে খামতি ছিল, সেকথা কবুল করে নেওয়া হয়েছে রিপোর্টে। তবে সোনিয়া-রাহুলের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়নি।

কংগ্রেসের হারের কারণ কী, তা স্পষ্ট না হলেও আডবাণীর কাছে একটা বিষয় পরিষ্কার। ইউপিএ সরকার একের পর এক ভুল না করলে এত বড় জয় পেত না বিজেপি।

প্রবল প্রতিপক্ষের অন্যতম শীর্ষনেতা স্বয়ং ভুল ধরিয়ে দিচ্ছেন। এবার কংগ্রেস কি পারবে নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে?
নতুন দিল্লি: লোকসভা ভোটে  কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুল গান্ধী দায়ী নন। নেতৃত্ব নিয়ে বিতর্কের মধ্যেই রাহুল গান্ধীকে ক্লিনচিট কংগ্রেসের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির। তবে হারের কারণ কী, তা খোলসা করেননি কমিটির প্রধান এ কে অ্যান্টনি। বরং তাঁর বক্তব্য, সোনিয়া-রাহুলের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে কংগ্রেস।

লোকসভা ভোটে  সারা দেশে কংগ্রেসের আসন দাঁড়ায় সাকুল্যে ৪৪। স্বাধীনতার পর এত খারাপ ফল কখনও হয়নি ছ দশক শাসনক্ষমতায় থাকা কংগ্রেসের। অভূতপূর্ব বিপর্যয়ের পর  দলের অন্দরেই শুরু হয়ে যায় দোষারোপ-পাল্টা দোষারোপের পালা। খারাপ ফলের কারণ বিশ্লষণে চার সদস্যের কমিটি গড়ে কংগ্রেস হাইকমান্ড। নেতৃত্বে  প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। সেই রিপোর্টে কী আছে, তা বিশদে বলতে চাননি অ্যান্টনি। তবে সাফ জানিয়েছেন, কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুল বা সোনিয়া দায়ী নন।

হারের সম্ভাব্য কারণ হিসাবে মিডিয়ার ভূমিকাকে দুষেছে কমিটি। মোদীর তুলনায় কংগ্রেসের প্রচার কৌশলে যে খামতি ছিল, সেকথা কবুল করে নেওয়া হয়েছে রিপোর্টে। তবে সোনিয়া-রাহুলের নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়নি।

কংগ্রেসের হারের কারণ কী, তা স্পষ্ট না হলেও আডবাণীর কাছে একটা বিষয় পরিষ্কার। ইউপিএ সরকার একের পর এক ভুল না করলে এত বড় জয় পেত না বিজেপি।

প্রবল প্রতিপক্ষের অন্যতম শীর্ষনেতা স্বয়ং ভুল ধরিয়ে দিচ্ছেন। এবার কংগ্রেস কি পারবে নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে?

 

.