নতুন রূপে ফিরে আসতে পারে হাজার টাকার নোট
ওয়েব ডেস্ক: সদ্যই ২০০ টাকার নোট এবং ৫০ টাকার নতুন নোট নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। খুব শীঘ্রই তা সারাদেশে পাওয়া যেতে চলেছে। তবে কি এবার ফেরত আসতে চলেছে হাজার টাকার নোটও। শোনা যাচ্ছে এমনটাই।
গত বছর ৮ নভেম্বর পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতারাতি বাতিল হয়ে যায় এই দুই ধরনের নোট। পরিবর্তে বাজারে আসে গোলাপি রঙের ২ হাজার টাকার নোট এবং ৫০০ টাকার পুরনো নোট। প্রথম দিকে ২ হাজার টাকার নোট নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিলেও, পরে তা কেটে যায়। সূত্রের খবর, এ বছরের শেষের দিকেই নতুন রূপে আরও অনেক সিকিউরিটি ফিচার্সের সঙ্গে ফেরত আসতে পারে হাজার টাকার নোট। হাজার টাকার নোট ফিরে আসলে ২ হাজার টাকা এবং ৫০০ টাকার মধ্যের ব্যবধানও কমবে। তবে তার সঙ্গে ২ হাজার টাকার নোট একইরকমভাবে চালু থাকবে বলে জানিয়েছেন এক ব্যাঙ্কার।