এবার পাঞ্জাবেও Night Curfew
পাঞ্জাব সরকার রাজনৈতিক সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা-পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। দিল্লিতে এবার গাড়িতে একা থাকলেও মাস্ক পরতে হবে। বেশ কয়েকদিন আগে থেকেই বিভিন্ন রাজ্যে নানা কোভিড-বিধি গ্রহণ শুরু হয়েছে। এবার পাঞ্জাবেও হতে চলেছে নাইট কার্ফু।
জানা গিয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পাঞ্জাবে (Punjab) রাত ৯টা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত Night Curfew জারি থাকবে। সেখানে সব ধরনের political gatherings-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাঞ্জাব সরকার।
আরও পড়ুন: গাড়িতে একা থাকলেও পরতে হবে Mask, রায় আদালতের
পাঞ্জাবের হঠাৎই এই সমস্ত সতর্কতা অবলম্বনের অবশ্য কারণও আছে। সেখানে সম্প্রতি করোনায় (Corona) ৬২ জন মারা গিয়েছেন। এবং ২,৯০০টি নতুন কেস ধরা পড়েছে। এর মধ্যে ২৯ জনের পরিস্থিতি সঙ্কটজনক।
এই ৬২ জনের মৃত্যু নিয়ে পাঞ্জাবে মোট করোনা-মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ২০০। এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল প্রায় আড়াই লক্ষ।
আরও পড়ুন: Age Limit তুলে দিন, Vaccine-প্রশ্নে মোদীকে চিঠি কেজরিওয়ালের