‘পাক নির্দেশেই সরকার গঠন করতে চাইছে পিডিপি-এনসি’, রাম মাধবের মন্তব্যকে চ্যালেঞ্জ ওমরের
পিডিপি ফের সরকার গঠনের দাবি করায় কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বিধানসভা ভেঙে দেন রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিক
নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের সরকার গঠনের দাবি ওঠার পরই শুরু হওয়া রাজনৈতিক বাকযুদ্ধ আরও একগুণ তেজি হল। পাকিস্তানের নির্দেশেই সরকার গঠন করতে চাইছে পিডিপি-এনসি-কংগ্রেস। এমনটাই অভিযোগ করেছিলেন বিজেপি নেতা রাম মাধব। তাঁর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ন্যাশনাল কন্ফারেন্স নেতা ওমর আবদুল্লা।
আরও পড়ুন-চাদর নিয়ে চুলোচুলি শাশুড়ি-বউমার, সিসিটিভি ফুটেজ ধরা পড়ল মারপিটের দৃশ্য
রাম মাধবের মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে ওমর আবদুল্লা বলেন, রাম মাধবের মতো একজন সিনিয়র নেতা বলছেন আমরা সরকার গঠন করতে চাইছি পাকিস্তানের নির্দেশে। রাম মাধবকে চ্যালেঞ্জ করছি, প্রমাণ দিন। আপনি আমাদের দলের নেতাদের অপমান করছেন।
কী বলেছিলেন রাম মাধব? সংবাদসংস্থার সঙ্গে কথা বলার সময় রাম মাধব বলেন, পিডিপি, ন্যাশনাল কন্ফারেন্স সম্প্রতি পুর নির্বাচন বয়কট করেছে ওই কাজ তারা করেছে পাকিস্তানের নির্দেশেই। এবার তাদের নির্দেশেই এবার সরকার গঠন করতে চাইছে। পুরনির্বাচনে ভালো ফল করেছে বিজেপি। এতেই ভয় পেয়েছে ওরা।
অন্যদিকে, বিরোধীদের একজোট হয়ে সরকার গঠন করার প্রস্তাবে আক্রমণ শানাচ্ছেন বিজেপির অন্যান্য নেতারাও। দলের বরিষ্ঠ নেতা ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কোবিন্দর গুপ্তাও নতুন সরকার গড়ার পেছনে পাকিস্তানের হাত থাকার অভিযোগ তুলেছেন। বিজেপির তরফে বিধায়ক কেনার জন্য বিপুল টাকা লেনদেনেরও অভিযোগ তোলা হচ্ছে।
আরও পড়ুন-কলকাতাকে নোংরা-ময়লা করলে এবার জরিমানা গুনতে হবে ১ লাখ টাকা
উল্লেখ্য, সম্প্রতি পিডিপি ফের সরকার গঠনের দাবি করায় কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বিধানসভা ভেঙে দেন রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজভবন থেকে এক বিবৃতিতে ওই পদক্ষেপ নেওয়ার পেছন তিনটি কারণ উল্লেখ করা হয়। এর মধ্যে ছিল বিপুল টাকা লেনদেনের সম্ভাবনা, কোনও স্থায়ী সরকার গঠন না হওয়ার সম্ভাবনা।