কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে অমিত শাহের বিরুদ্ধে তদন্ত শুরু করল কমিশন

কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে তদন্ত শুরু করল নির্বাচন কমিশন। চেয়ে পাঠানো হল মোদী ঘনিষ্ঠ নেতার বিতর্কিত ভাষণের ভিডিও টেপ। মুজফ্ফর নগরের জাতিহিংসার বদলা নিতেই বিজেপিকে ভোট দিতে হবে।

Updated By: Apr 6, 2014, 08:19 PM IST

কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে তদন্ত শুরু করল নির্বাচন কমিশন। চেয়ে পাঠানো হল মোদী ঘনিষ্ঠ নেতার বিতর্কিত ভাষণের ভিডিও টেপ। মুজফ্ফর নগরের জাতিহিংসার বদলা নিতেই বিজেপিকে ভোট দিতে হবে।

দিনকতক আগে, উত্তর প্রদেশের জাঠ অধ্যুষিত এলাকায়, নির্বাচনী প্রচারে এমন মন্তব্যই করেছিলেন অমিত শাহ। অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস। অমিত শাহের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে তারা। যদিও, এই বিতর্কে অমিত শাহের পাশেই দাঁড়িয়েছে বিজেপি।

.