হে ঈশ্বর! হাঁটু দেখা যাচ্ছে তো, হাফপ্যান্টে Modi-র ছবি দিয়ে খোঁচা Priyanka-র

তিরথের (Tirath Singh Rawat) বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

Updated By: Mar 19, 2021, 05:52 PM IST
হে ঈশ্বর! হাঁটু দেখা যাচ্ছে তো, হাফপ্যান্টে Modi-র ছবি দিয়ে খোঁচা Priyanka-র

নিজস্ব প্রতিবেদন: ছেঁড়া জিন্স নিয়ে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের (Tirath Singh Rawat) মন্তব্যের বিরোধিতায় এবার প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। সঙ্ঘের খাকি হাফ প্যান্টে 'স্বয়ংসেবক' নরেন্দ্র মোদী ও নিতিন গডকড়ির ছবি দিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেত্রী। 

নরেন্দ্র মোদী, নিতিন গডকড়ি ও সরসঙ্ঘচালক মোহন ভাগবতের ছবি টুইট করেছেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi Vadra)। দেখা যাচ্ছে, আরএসএসের পুরনো পোশাক সাদা জামা ও খাকি হাফ প্যান্ট পরে রয়েছেন তাঁরা। এই ছবিগুলি দিয়ে প্রিয়াঙ্কার (Priyanka Gandhi Vadra) খোঁচা,'হে ঈশ্বর! এদের হাঁটু দেখা যাচ্ছে তো। #RippedJeansTwitter'   

অতিসম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)। মঙ্গলবার রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের একটি কর্মশালায় রাওয়াত (Tirath Singh Rawat) বলেন,'ছেঁড়া জিন্স পরে স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছেন মহিলারা। এটা দেখে বিস্মিত হয়েছি। এই ধরনের মহিলারা সমাজে গিয়ে সমস্যার সমাধান করলে কী বার্তা পৌঁছবে শিশুদের কাছে? মূল্যবোধ ঘরে শেখাতে হয়। কী ধরনের সংস্কার! ছেঁড়া জিন্সে হাঁটু দেখা যাচ্ছে। বড়লোকদের মতো দেখতে চাওয়ার চেষ্টা চলছে। কোথায় শেখানো হচ্ছে? স্কুল বা শিক্ষকদের কি দোষ রয়েছে? ছেলেরা হাঁটু দেখাচ্ছে। মেয়েরাও পিছিয়ে নেই। এটা কি ভালো?' 

তিরথের (Tirath Singh Rawat) বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মহিলারা ছেঁড়া জিন্স পরে ছবি দিয়ে প্রতিবাদ করেছেন। সমালোচনায় সরব হয়েছেন জয়া বচ্চন। তবে তিরথের স্ত্রী রশমি ত্যাগী সাফাই দিয়েছেন,'উনি বলতে চেয়েছেন, পশ্চিমী সংস্কৃতির পিছনে অন্ধের মতো দৌড়চ্ছি। হাজার বছরের প্রাচীন আমাদের সংস্কৃতি অনুকরণ করছি না। ওঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে।'       

আরও পড়ুন- West Bengal Election 2021: দু'মিনিট বাংলায় ভাষণ দিন, Modi-Shah-কে চ্যালেঞ্জ Abhishek-র

.