যোগ দিবসে যোগী রাজ্যে যোগ দেবেন কারাবন্দিরাও

যোগী রাজ্যের মেগা যোগ দিবসে অংশ গ্রহণ করবে সেরাজ্যের বিভিন্ন সংশোধনাগারে থাকা প্রায় ৯২ হাজার বন্দি। আগামী ২১ জুন, আন্তর্জাতীক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদী সহ আদিত্যনাথের সম্পূর্ণ ক্যাবিনেটের যোগাসনে অংশ নেওয়ার কথা। আর সেদিনই একই সঙ্গে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের অন্দরে যোগাভ্যাস করবেন বন্দীরাও। উত্তরপ্রদেশের কারামন্ত্রী জয় কুমার সিং জাইকির কথায়, "নিত্য যোগাভ্যাসের ফলে বন্দীরা শারীরিকভেবে সুস্থ হয়ে উঠবেন এবং এর ফলে তাঁদের মনে এক ধরনের ভাল প্রভাব পড়বে"। জাইকি আরও বলেছেন যে, যোগাসন করলে বহু ক্ষেত্রেই জীবন সম্পর্কে হতাশা এবং আত্মহত্যার মত চিন্তার থেকে মুক্তি পাওয়া যায় যা এইসব বন্দিদের জীবনকে ভালবাসতে ও জীবনের মূলস্রোতে থাকতে সাহায্য করবে। (আরও পড়ুন- রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ)

Updated By: Jun 20, 2017, 10:20 AM IST
যোগ দিবসে যোগী রাজ্যে যোগ দেবেন কারাবন্দিরাও

ওয়েব ডেস্ক: যোগী রাজ্যের মেগা যোগ দিবসে অংশ গ্রহণ করবে সেরাজ্যের বিভিন্ন সংশোধনাগারে থাকা প্রায় ৯২ হাজার বন্দি। আগামী ২১ জুন, আন্তর্জাতীক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদী সহ আদিত্যনাথের সম্পূর্ণ ক্যাবিনেটের যোগাসনে অংশ নেওয়ার কথা। আর সেদিনই একই সঙ্গে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের অন্দরে যোগাভ্যাস করবেন বন্দীরাও। উত্তরপ্রদেশের কারামন্ত্রী জয় কুমার সিং জাইকির কথায়, "নিত্য যোগাভ্যাসের ফলে বন্দীরা শারীরিকভেবে সুস্থ হয়ে উঠবেন এবং এর ফলে তাঁদের মনে এক ধরনের ভাল প্রভাব পড়বে"। জাইকি আরও বলেছেন যে, যোগাসন করলে বহু ক্ষেত্রেই জীবন সম্পর্কে হতাশা এবং আত্মহত্যার মত চিন্তার থেকে মুক্তি পাওয়া যায় যা এইসব বন্দিদের জীবনকে ভালবাসতে ও জীবনের মূলস্রোতে থাকতে সাহায্য করবে। (আরও পড়ুন- রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ)

.