সিবিএসই-র দ্বাদশে বিজ্ঞান বিষয়ে প্রথম বাস চালকের সন্তান

প্রিন্সের বাবা ডিটিসি-র বাস চালক। বিজ্ঞান বিষয়ে প্রথম হয়েছে সে।   

Updated By: May 27, 2018, 09:58 PM IST
সিবিএসই-র দ্বাদশে বিজ্ঞান বিষয়ে প্রথম বাস চালকের সন্তান

নিজস্ব প্রতিবেদন: বাবা বাসচালক। অভাবী পরিবার। কষ্টের সংসারে মন দিয়ে পড়াশুনো করে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছে দিল্লির প্রিন্স কুমার।বিজ্ঞান বিষয়ে প্রথম হয়েছে সে।   

প্রিন্সের বাবা ডিটিসি-র বাস চালক। আর্থিক অনটনের মধ্যেই অঙ্ক, অর্থনীতি ও রসায়নের মতো কঠিন বিষয়ে দারুণ ফল করেছে প্রিন্স কুমার। অঙ্কে একশোয় একশো পেয়েছে সে। অর্থনীতিতে ৯৯ ও রসায়নে ৯৮ পেয়েছে প্রিন্স। 

প্রিন্সের সাফল্যে টুইট করে অভিনন্দন জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। তাঁর কথায়,''ডিটিসি বাস চালকের ছেলে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। এটা দিল্লির শিক্ষাব্যবস্থায় বিপ্লব।''

সিসোদিয়ার প্রাক্তন সহকর্মী অঞ্জলি দামানিয়া প্রিন্সকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। 

আরও পড়ুন- যোগীর জমানায় এলাহাবাদ ফিরে পাচ্ছে পুরনো নাম?

.