বিহারের বন্যায় মোদীর ৫০০ কোটির ত্রাণ

Updated By: Aug 26, 2017, 05:05 PM IST
বিহারের বন্যায় মোদীর ৫০০ কোটির ত্রাণ

ওয়েব ডেস্ক : বিহারের বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মোদী। নীতীশ কুমারকে সঙ্গে নিয়ে আজ আকাশপথে পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। খতিয়ে দেখেন ক্ষয়ক্ষতির পরিমাণ। এরপর বিহার মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর রাজ্যের জন্য ৫০০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেন মোদী। সাম্প্রতিককালে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার বিহার। ইতিমধ্যেই বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০০ মানুষ। ক্ষতিগ্রস্ত ১৫টি জেলা। কয়েক লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

আজ সকালে পুর্নিয়ায় গিয়ে পৌঁছন মোদী। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। এরপর মোদীকে বিভিন্ন জায়গা আকাশপথে ঘুরিয়ে দেখান নীতীশ কুমার। যদিও মোদীর এই সফর নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী RJD। অনেক জায়গায় জল নেমে যাওয়ার পর এই পরিদর্শনকে 'নাটক' বলে মন্তব্য করেছেন লালু।

আরও পড়ুন, CIA-এর হাতে আধার তথ্য? আশঙ্কা ওড়ালেন আধিকারিকরা

.